মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

যৌনাঙ্গের মাপ নিয়ে অনেক পুরুষই দুঃশ্চিন্তায় থাকেন। সঙ্গমের সময়ে সঙ্গীর পছন্দ-অপছন্দ নিয়েও অনেকের মনে নানা সন্দেহ দানা বাঁধতে থাকে। বয়সের সঙ্গে সঙ্গে অন্যান্য অঙ্গের মতো স্বাভাবিক ভাবেই পুরুষের যৌনাঙ্গেও একটা পরিবর্তন আসে। কিন্তু বয়স বাড়লেও যৌন চাহিদা কমে যায়, এমন ভাবার কিন্তু কোন প্রয়োজন নেই।

গবেষণা থেকে জানা যায়, পুরুষদের বয়স ৪০-এর কোঠা পেরোলেই যৌনাঙ্গের মাপে বদল আসেতে পারে। তাই অনেক পুরুষরা এখন যৌনাঙ্গের আকার বড় করার জন্য অস্ত্রোপচারের করছেন। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এসেছে।
ইদানীং ‘স্ক্রোটাল ওয়েবিং সার্জারি’ নামে পুরুষাঙ্গের দৈর্ঘ্য বাড়ানোর এই অস্ত্রোপচার পুরুষদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সমীক্ষায় জানা যাচ্ছে, কোভিডের পর থেকে যৌনাঙ্গের দৈর্ঘ্য নিয়ে অনেক পুরুষ অতিমাত্রায় সচেতন হয়ে পড়েছেন। লকডাউন চলকালীন গৃহবন্দি অবস্থায় সঙ্গমে লিপ্ত হয়েছেন বেশির ভাগ মানুষই। এর আগে ব্যস্ততাময় জীবনে সঙ্গমের তৃপ্তি কিংবা এই সংক্রান্ত খুঁটিনাটি বিষয় নিয়ে অনেকেই তেমনভাবে মাথা ঘামাতেন না। কিন্তু লকডাউনে তুলনায় কাজের চাপ কম থাকায় এবং পুরো সময়টা সঙ্গীর সঙ্গে কাটানোর ফলে এই বিষয় নিয়ে তলিয়ে ভাবার সুযোগ পেয়েছেন তাঁরা। তার পর থেকেই এই ধরনের অস্ত্রোপচারে ইচ্ছা প্রকাশ করেছেন অনেকে।
আরও পড়ুন:

যৌনমিলনে আকর্ষণ কমছে? কী করলে মিলবে সমাধান

ছোটদের যত্নে: কোন সময় গর্ভধারণ করলে সুসন্তান লাভ সম্ভব? নব দম্পতির মা হওয়ার আগের প্রস্তুতির পরামর্শে ডাক্তারবাবু

চিকিৎসকদের কথায়, এই অস্ত্রোপচার করতে ১ ঘণ্টার বেশি সময় লাগে না। অস্ত্রোপচারের পর তিন দিনের মধ্যে সুস্থ হওয়া সম্ভব। মূলত আমেরিকাতে এই অস্ত্রোপচারের জনপ্রিয়তা সবচেয়ে বেশিমাত্রায় দেখা যাচ্ছে।

শুধু যৌনাঙ্গের আকার বদলানো নয়। এই অস্ত্রোপচার পুরুষাঙ্গের আরও অনেক সমস্যার সমাধানও করতে পারে। অণ্ডকোষে অনেক সময়ে বাড়তি মাংসপিণ্ড তৈরি হয়, যার ফলে শুধু সঙ্গম নয়, প্রস্রাবের সময়েও ব্যথা এবং অস্বস্তি হয়ে থাকে পুরুষদের। তেমন কিছু সমস্যার চটজলদি সমাধান হয়ে যায় এই অস্ত্রোপচার দ্বারা।
আরও পড়ুন:

নারীর কোন অঙ্গে তিল থাকলে শুভ? তিল নাভির নীচে থাকলে কী হয়? জ্যোতিষশাস্ত্র কী বলছে?

পঞ্চমে মেলোডি, পর্ব-৬: পঞ্চম-সভার তিন রত্ন বাসু-মনোহারী-মারুতি

তবে সম্প্রতি এক গবেষণায় এও দেখা গিয়েছে, বিগত ৩০ বছরে জৈবিক প্রক্রিয়ায় পুরুষদের গোপনাঙ্গের দৈর্ঘ্য গড়ে অনেকটাই বেড়েছে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি মেটা-বিশ্লেষণে দেখা গিয়েছে যে, ১৯৯২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত লিঙ্গের দৈর্ঘ্য গড়ে ২৫ শতাংশ হারে বেড়ে গিয়েছে। লিঙ্গ বেড়ে গড়ে ৪.৮ ইঞ্চি থেকে ৬ ইঞ্চি হয়েছে। এই সমীক্ষাটি ১৪ ফেব্রিয়ারি ‘দ্য ওয়ার্ল্ড জার্নাল অফ মেনস হেলথ’- এ প্রকাশিত হয়। ১৯৪২ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই সংক্রান্ত বিভিন্ন গবেষণা ও সমীক্ষা থেকে বিভিন্ন নথি নিয়ে গবেষণাটি করা হয়েছে।

Skip to content