ময়শ্চরাইজার
● বারবার সাবান কিংবা স্যানিটাইজার দিয়ে হাত ধুচ্ছেন? ফলে ত্বক সহজেই তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে ফেলছে। তাই যত বারই হাত ধোবেন, তত বার হাতে লাগিয়ে ফেলুন ময়শ্চরাইজার। ফলে হাতের ত্বক সহজে শুষ্ক হবে না।
ক্রিম
● হাত ভালো রাখার একটা উপায় হল হাতে নিয়মিত ক্রিম মাখা। এই কাজটা আমরা অনেকেই মনে রাখি না। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে নিয়ম মেনে হাতে ক্রিম মেখে নিন। এতে হাত হবে মোলায়েম, তুলতুলে।
গ্লাভস
● বাড়ির কাজ করতে গিয়ে খুব জল ঘাঁটা হয়ে যায়? অতিরিক্ত জল ঘাঁটলেও হাত ত্বক সহজেই বুড়িয়ে যেতে পারে। তাই এই ধরনের কাজ করার সময়ে হাতে গ্লাভস পরে নিতে পারেন।