
ছবি প্রতীকী
আমাদের দেশের জন্য অন্তত সান প্রটেকশন ফ্যাক্টর (এসপিএফ) ৩০ প্রয়োজন। সানস্ক্রিন সামগ্রীতে পিএ শব্দের পর যতটা প্লাস (+) চিহ্ন দেওয়া থাকে, ততটাই বেশি সুরক্ষা দেবে।
ত্বক বুঝে সানস্ক্রিন

নারী নয়, পুরুষদের জন্যই তৈরি হয়েছিল ফ্যাশনেবল হাই হিল জুতো! জানতেন?

বাড়ি ফেরার পথে লঞ্চ থেকে নামার সময় গঙ্গায় তলিয়ে গেল কলকাতার দুই শিশু
ত্বক ভালো রাখবে সানস্ক্রিন
রোদ এবং সানস্ক্রিন ব্যবহার প্রসঙ্গে রূপ বিশেষজ্ঞদের একাংশের মত, সরাসরি রোদের সংস্পর্শে অন্তত ঘণ্টা দেড়েক সময় থাকার দরকার হলেই ত্বকে আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। বাড়ির রোদেলা বারান্দা কিংবা জানালার পাশে যদি এভাবে একটানা থাকা হয়, তাহলেও সানস্ক্রিন প্রয়োজন। বছরজুড়ে একই ধরনের সানস্ক্রিন ব্যবহার করাই ভালো।