শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

বিয়েবাড়ি হোক কিংবা পার্টি, সাজের দিক থেকে কোনওরকম ফাঁকি দিতে নারাজ বাঙালি রমণীরা। তাই শাড়ি থেকে গয়না, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এই সব কিছু নিয়ে একটু বেশিই যত্নশীল হন মহিলারা। পোশাকের সঙ্গে মানানসই গয়না না পরলে কিন্তু সাজটাই মাটি। সেই কারণে সাজের ক্ষেত্রে গয়না খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইতিমধ্যেই শুরু হয়েছে বিয়ের মরশুম। নেমন্তন্ন এলে তা রক্ষা করতে বিয়েবাড়িতে ঠিক কীভাবে সাজবেন? নো টেনশন। গয়নার বাক্সে রাখুন এই পাঁচ ধরনের গয়না, ব্যাস তাহলেই ভিড়ের মাঝে আপনার সাজই চোখ পড়বে সকলের।

কনটেম্পরারি জুয়েলারি
আপনি যদি বিয়েবাড়িতে ভারী শাড়ি পরেন তাহলে তার সঙ্গে কনটেম্পরারি জুয়েলারি পরতে পারেন। এই গয়না আপনাকে দেবে একেবারে অন্যরকম একটি লুক। বিয়েবাড়িতে নিজেকে আরও সুন্দরভাবে সাজিয়ে তোলার জন্য গলায় একটা কনটেম্পরারি হারের সঙ্গে হাতে একটা একইরকম বাঙ্গেল আর একটা কনটেম্পরারি আংটিও পরতে পারেন।

লেয়ার্ড গয়না
আপনি যদি হালকা শাড়ি পরেন, তাহলে তার সঙ্গে লেয়ার্ড গয়না অবশ্যই পরুন। এই গয়না একটু বেশি ভারী হয়। হালকা শাড়ির সঙ্গে এই লেয়ার্ড গয়না একেবারে মানানসই। এক্ষেত্রে কানের দুল ছোট পরলেও কোনও সমস্যা নেই। হালকা শীতে বিয়েবাড়ির নেমন্তন্ন থাকলে এই সাজে নিজেকে অনায়াসেই সাজিয়ে তুলতে পারেন।

ফিউশন জুয়েলারি
হালফিলের ফ্যাশনের দুনিয়ায় ফিউশন জুয়েলারি খুবই চর্চিত। একেবারে গলার সঙ্গে মিশে না থেকে সামান্য ঝুলে থাকে ফিউশন হার। এর সঙ্গে থাকা লকেট সবচেয়ে বেশি নজর কাড়ে। ফিউশন নেকলেসের সঙ্গে নকশা করা ফিউশন কানের দুল পরলেও আপনাকে লাগবে অপরূপা। তাই আপনি সাবেকিয়ানার সঙ্গে যদি আধুনিকতাকে মেশাতে চান আর এই ধরনের গয়নাতে যদি আপনি স্বচ্ছন্দ বোধ করেন তাহলে অবশ্যই পরুন ফিউশন জুয়েলারি। নিজেকে নতুনভাবে সাজিয়ে তুলুন এই গয়নাতেই।

জ্যামিতিক নকশার গয়না
সম্প্রতি ফ্যাশন জগতে বেড়েছে জ্যামিতিক নকশা করা গয়নার চাহিদা। সুন্দর সাবেকি শাড়ির সঙ্গে জ্যামিতিক নকশার গয়না পরলে ভিড়ের মাঝে যে আপনার সাজে আলাদা করে নজর পড়বে সকলের।

সোনার গয়না
বিয়েবাড়িতে সাজার জন্য সোনার গয়না বরাবরই সৌন্দর্য বহন করে চলে। ফ্যাশনের দুনিয়ায় যতই আধুনিকতার পরশ লাগুক না কেন, সোনার গয়নার কোনও তুলনা হয় না। তাই আপনি যেকোনও শাড়ির সঙ্গে সোনার গয়না পরতেই পারেন।
এই পাঁচটি গয়নার পাশাপাশি অক্সিডাইজ ও ব্ল্যাক পলিশের গয়নার চাহিদাও অনেক। সুন্দর প্রিন্টেড কুর্তি বা রঙিন কামিজের সঙ্গে ব্ল্যাক পলিশ বা অক্সিডাইজের চোকার পরে আপনি নিজেকে সাজিয়ে তুলতে পারেন। যাঁরা শুধুমাত্র কানের দুল পরতে ভালোবাসেন তাঁরাও কানের দুলের নতুন অভিনব ডিজাইনের মাধ্যমে নিজেকে সাজিয়ে তুলতে পারেন। হার না পরে বড় সাইজের অক্সিডাইজ ও ব্ল্যাক পলিশের কানের দুলকেও ফ্যাশনসঙ্গী হিসাবে বেছে নিতে পারেন আপনি। এতে যেমন আপনাকে সুন্দর লাগবে তেমন আপনাকে অন্যদের থেকে খানিকটা যে আলাদা লাগবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

 


Skip to content