মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


‘বসন্ত মুখর আজি
দক্ষিণ সমীরণে মর্মর গুঞ্জনে
বনে বনে বিহ্বল বাণী ওঠে বাজি৷৷
অকারণ ভাষা তার ঝরঝর ঝরে
মুহু মুহু কুহু কুহু পিয়া পিয়া স্বরে৷
পলাশ বকুলে অশোক শিমুলে
সাজানো তাহার কল-কথার সাজি৷’

বসন্ত মানেই নির্মল শান্ত হাওয়া, সদ্য গজানো সবুজ পাতার হিল্লোল৷ বসন্ত মানেই ভালোবাসার কাল৷ এইসময় কোকিলের কুহুতান, হলুদের আবরণ, রঙিন আবিরের গন্ধ এসবই জানান দেয় বসন্ত এসে গেছে৷ তাই বসন্তের সাজে কোনওরকম ত্রুটি রাখতে চান না আপামর বাঙালি। রঙিন শাড়ি, গয়নায় বসন্তের রঙে নিজেকে রাঙিয়ে তোলেন বঙ্গ নারী। আর সেই কথা মাথায় রেখেই বসন্ত কালেকশনে রঙিন শাড়ির সম্ভার নিয়ে হাজির হয়েছে সোনাঝুরি বুটিক।
এখানে পাবেন ফুলিয়ার হ্যান্ডলুম, লিনেন, চান্দেরী সিল্ক, রেশম কোটা-র মতো নানারকমের শাড়ি। শুধুমাত্র শাড়ি নয় ফুলিয়ার তাঁত ও কোটা শাড়ি ছাড়ি বাকি সব শাড়িগুলোর সঙ্গে পাবেন ব্লাউজ পিসও। শাড়ির দাম ১২০০ টাকা থেকে শুরু।
৩৫০০ টাকা দামের শাড়িও পাবেন এই শাশ্বতী দাসের সোনাঝুরি বুটিকে৷ এখানে আপনি ১৯০০ টাকায় পাবেন রেশম কোটার শাড়ি। ২৫০০ টাকায় পাবেন ফুলিয়ার হ্যান্ডলুম শাড়ি। এই বসন্তে রেশম কোটা ও ফুলিয়ার হ্যান্ডলুম শাড়ি আপনার জন্য যেমন আরামদায়ক হবে, তেমনই আপনার সাজও সম্পূর্ণ করবে এই শাড়ি।
অনলাইনে একদিন আগে বুক করলেই সোনাঝুরি বুটিকে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের শাড়ি। ঠিকানা: যশিকা অ্যাপার্টমেন্ট, ১০৬ পর্ণশ্রী পল্লী, বেহালা, কলকাতা-৭০০০৬০, ফোন: ৯৪৩৩৬২০৯৫২

Skip to content