অ্যাসিডিটির মুক্তি পেতে কী করবেন?
পর্যাপ্ত পরিমাণ জলপান
● বিশেষ কোনও শারীরিক সমস্যা না থাকলে অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত প্রচুর পরিমাণে জল খেতে হবে। কারণ, আমাদের হজম ও পরিপাকক্রিয়ায় জলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর হজম ও পরিপাক যদি স্বাভাবিক ভাবে হয়, তাহলে অ্যাসিডিটির সমস্যা আর হবে না।
এক গ্লাস জলে দারুচিনির গুড়ো
● এক গ্লাস জলে আধা চা–চামচ দারুচিনির গুড়ো মিশিয়ে ফুটিয়ে নিন। বাড়িতে যদি দারুচিনির গুড়ো না থাকে তাহলে ৪–৫ টুকরা দারুচিনি দু’ কাপ জলে ফুটিয়ে খেলে অ্যাসিডিটি থেকে আরাম পাবেন।