শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

শীতকাল মানেই শাল, জ্যাকেট, মাফলার, টুপি, সোয়েটার। বিয়েবাড়ি কিংবা বন্ধুরবাড়ি হালকা পার্টি— সাজগোজের ক্ষেত্রে খুব একটা বৈচিত্র্য আনা যায় না। অগত্যা শীতের ফ্যাশনে উলের উপর ভরসা রাখা একমাত্র বুদ্ধিমানেরই কাজ। কিন্তু আমরা চাইলেই একটু বুদ্ধি খাটিয়েও সাজে নিজস্বতা আনতে পারি। আপনি নিজে নিজেই বিভিন্ন জ্যাকেটের ব্যবহারে বদলে ফেলতে পারেন ফ্যাশনের সংজ্ঞা। শীতের সাজে জুবুথুব না হয়ে বরং নানা ধরনের জ্যাকেট ব্যবহার করেই সকলের থেকে আলাদা করে ফেলুন নিজেকে।
 

লেদার জ্যাকেট

শাড়ির সঙ্গে কিংবা পশ্চিমি কোনও পোশাক— লেদার জ্যাকেট সব কিছুর সঙ্গেই একেবারে পারফেক্ট। এতে শীতও লাগে না আবার দেখতেও সুন্দর লাগে। তাই এই পোশাকই অনেকে পছন্দ করেন। শীতে ঘরোয়া পার্টি, জমকালো অনুষ্ঠানের সকলের নজর কাড়তে পরতে পারেন বাদামি রঙের লেদার জ্যাকেট।

আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা,পর্ব-২: এই প্রথম বার মনে হল জীবন কঠিন হতে চলেছে, তাই মনে মনে প্রস্তুত হতে শুরু করলাম

আপনার কেনা সব্জিতে কি রং করা হয়েছে? এই রং ক্ষতিকর? বুঝবেন কী ভাবে? রইল সহজ উপায়

 

এমব্রয়ডারি জ্যাকেট

উলের তৈরি জ্যাকেট পরলে অনেকেরই শরীরে অস্বস্তি হয়। অনেক ক্ষেত্রে র্যা শও বেরিয়ে যায়। এ ক্ষেত্রে মেরিনো জ্যাকেট কিন্তু খুব কার্যকারী। মেরিনো সাধারণ উলের থেকে একটু ভিন্ন ধরনের। কোনও সিন্থেটিক উপাদান মেশানো থাকে না এতে। আপনি আপনার পোশাকের সঙ্গে এমব্রয়ডারি করা মেরিনো জ্যাকেটটি উলের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারেন। এটি আপনি পশ্চিমি কোন পোশাকের সঙ্গেও পরতে পারেন। দারুণ মানাবে।

আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ, মাধ্যমিকে ইংরেজিতে ভালো নম্বর পাওয়ার উপায় কি? দেখে নাও আজকের বিষয়: Seen Comprehension

স্বাদে-গন্ধে: মুরগির ঝোল কিংবা ঝাল নয়, এবার বানিয়ে ফেলুন দই মুরগি

 

জিনসের জ্যাকেট

শার্ট কিংবা শাড়ি—উপরে একটা ডেনিম জ্যাকেট চাপিয়ে নিন। দেখবেন আশি শতাংশ সাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। ডেনিম এমনিতেই খুব মোটা ধরনের হয়। ফলে ঠান্ডা লাগার কোনও সম্ভাবনা থাকে না। অন্যদিকে, ডেনিম পরলে একটা অন্য রকম লুক তৈরি হয়। এমনিতে এর মতো ঝক্কিহীন পোশাক খুব কমই আছে। বেরোনোর আগে পরে নিলেই বাজিমাত।
 

টুইড জ্যাকেট

পশ্চিমি পোশাকের সঙ্গে পরা যায়, এমন জ্যাকেট হল টুইড জ্যাকেট। এই জ্যাকেট সাধারণত জিনস কিংবা স্কার্টের সঙ্গে যেমন পরা যায় তেমনি চাইলে আপনি শাড়ির ওপরেও অনায়াসে পরতে পারেন। তবে সেই সঙ্গে আপনাকে মানানসই সাজতে হবে।


Skip to content