সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

এখন প্রায় সারাদিনই আকাশের মুখ ভার। বৃষ্টি নামছে ঝেঁপে যখন তখন। যাঁদের নিত্য বাইরে বেরতে হয়, বৃষ্টি চলাকালীন অনেকেই তখন বাইরে থাকছেন। সবসময় আবার ছাতাও থাকে না। অগত্যা বৃষ্টিতে কাকভেজা হওয়া ছাড়া আর অন্য কোনও উপায় থাকে না। তার ফলে সর্দি-কাশি, জ্বর আমাদের নিত্যসঙ্গী। সেই সঙ্গে বৃষ্টির জলে ভিজে চুলের অবস্থা যা তা হয়ে পড়ছে। চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যাচ্ছে। বৃষ্টি ভিজে বাড়ি ফিরেই সঙ্গে সঙ্গেই শ্যাম্পু করা সম্ভব হয় না। ফলে চুল ঝরা, খুশকির সমস্যা আরও বাড়তে থাকে। কোন উপায়ে সমাধান মিলবে?
 

অ্যালোভেরা এবং গ্রিন-টি

অ্যালোভেরা এবং গ্রিন-টি দুই-ই ত্বকের জন্য খুবই উপকারী। চুলের যত্ন নিতেও এই উপাদানগুলি অনবদ্য। অল্প দিনের ব্যবহারেই অ্যালোভেরা এবং গ্রিন-টি চুলের যাবতীয় সমস্যার সমাধান দিতে পারে। শ্যাম্পু করার পরে কন্ডিশনার হিসাবে এই তেল ব্যবহার করলে চুল উজ্জ্বল, মসৃণ ও কোমল হবে।

আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪৭: সারদা মা ও তাঁর রাধু

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫০: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—গরিয়া, গোলপাতা ও হেতাল

 

হেয়ার ড্রায়ার বা প্রসাধনী

ভিজে চুপচুপে হয়ে বাড়ি ফিরে সবার আগে চুলে একটি তোয়ালে জড়িয়ে রাখুন। তোয়ালে চুলের জল কিছুটা শুষে নেওয়ার পর স্নান করতে নিন। চুল শুকোতে হেয়ার ড্রায়ার বা ওই ধরনের কোনও প্রসাধনী যন্ত্র ব্যবহার না করাই ভালো।

আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৫৫: সুর হারানো হারানো সুর

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯০: সাহেবের বেশ না-পরে ফিরেছিলেন সাহেবের দেশ থেকে

 

শ্যাম্পু

বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরে ঠান্ডা লাগা এড়াতে অনেকেই গরম জলে স্নান করেন। শ্যাম্পুও করেন তাতে। কেশ বিশেষজ্ঞদের মতে, গরম জলে চুল ধোয়ার অভ্যাস মোটেই স্বাস্থ্যকর নয়। গরম জলে চুলের গোড়া দুর্বল করে দিতে পারে। চুল ঝরার পরিমাণ তাতে আরও বেড়ে যেতে পারে। তাই শ্যাম্পু করার সময় গরম জল ব্যবহার না করাই ভালো।


Skip to content