শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

শীতকাল মানেই বিয়ের মরসুম, সেই সঙ্গে রয়েছে বড়দিন, পৌষপার্বণ, নতুন বছর। আবার শীতকাল মানেই পিকনিক। এই উৎসবমুখর মরসুমে একটা বড় অংশ জুড়ে থাকে খাওয়াদাওয়া। সারা বছর খাওয়াদাওয়ায় নিয়ম মেনে চললেও, উৎসবের সময় নিয়ম মানা খুবই কষ্টকর হয়ে যায়। ওজন বেড়ে যেতে পারে জেনেও, পাতে যখন পড়ে মুখরোচক সব খাবার— তখন নিজেকে সাম্লান দায় হয়ে পড়ে। তবে চিন্তা নেই, ভরপেট খেয়েও ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শুধু মেনে চলতে হবে কয়েকটি নিয়ম।
 

বেশি করে জল খেতে হবে

বেশির ভাগ প্যাকেটজাত বাইরের খাবারে সোডিয়ামের পরিমাণ বেশি থাকে। এই ধরনের খাবার একসঙ্গে খাওয়ার ফলে শরীরে অনেক সময়ে অস্বস্তি তৈরি হতে পারে। গ্যাসের কারণে পেট ফুলে যাওয়ার আশঙ্কা থাকে। তাই একসঙ্গে খুব বেশি বাইরের খাবার খেয়ে নিলে কোনও ডিটক্স পানীয় খেতে পারেন। উপকার পাবেন।

আরও পড়ুন:

শ্রবণ ক্ষমতা হারাতে পারেন ১০০ কোটি তরুণ-তরুণী! সমীক্ষায় প্রকাশ বড়সড় বিপদ বার্তা

বারো ক্লাস ফেল ছেলের প্রায় জগৎ জয়ের কাহিনি মন ছুঁয়েছে সবার

 

প্রোটিন খাওয়া কমিয়ে দিন

বাইরের তেল-মশলাদার খাবার বেশি খাওয়া হয়ে গেলে পরবর্তী বেশ কিছু দিন প্রোটিন খাওয়া বন্ধ করে দিন। তরল কোনও খাবার খেতে পারেন। ফল বেশি করে খান। অ্যাভোকাডো, ওটস, ডালিয়ার মতো খাবার বেশি করে খান। অনেকক্ষণ পেট খালি রাখবেন না।
 

ভেষজ চা

ভূরিভোজের স্বস্তি পেতে চুমুক দিতে পারেন ভেষজ চায়ে। এই ধরনের পানীয় খুব তাড়াতাড়ি হজম করতে সাহায্য করে। কী ভাবে বানাবেন এই চা? পুদিনা, আদা, আর গোলমরিচ দিয়ে তৈরি এই চা বিপাকক্রিয়ায় উন্নত করে। শরীরের যাবতীয় দূষিত পদার্থ বার করে দেয় এই পানীয়। ওজন নিয়ন্ত্রণেও এই পানীয় দারুণ কার্যকরী।

আরও পড়ুন:

শিশুকে টনসিলের সমস্যা থেকে দূরে রাখতে চান? মেনে চলুন শিশু বিশেষজ্ঞের এই সব টিপস

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-২৭: তীর্থদর্শন

 

নিয়ম করে হাঁটাচলা করুন

ভরপেট খাবার খাওয়ার পর ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা কমাতে হাঁটাহাঁটি করতে পারেন। অনেকেই খাবার খাওয়ার পর সোজা ঘুমাতে চলে যান। ফলে হজমের গোলমাল দেখা দিতে পারে। ওজন ঠিক রাখতে এবং শারীরিক অস্বস্তি দূর করতে খাবার খাওয়ার পর হাঁটাচলা করুন।
 

চেষ্টা করুন বেশি জল আছে এমন ফল খাওয়ার

পছন্দের খাবার পেয়েই লভ সামলাতে না পেরে ভরপেট খেয়ে ফেলেছেন? স্বস্তি পেতে জল সমৃদ্ধ কিছু ফল খেতে পারেন। শসা, তরমুজের মতো ফলে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে। যেগুলি খেয়ে নিন।এতে হজমশক্তি উন্নত হবে।


Skip to content