শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

বাঙালি মাত্রই সারা বছরই উৎসব। সবে পুজ সেস হয়েছে। এবার আস্তে চলেছে বিয়ে বাড়ির মরসুম। তাই ভাবছেন কী কী ভাবে সাজগোজ করে নিজেকে সাজিয়ে তুলবেন। কারণ, প্রিয়জনের বিয়েতে তো যেভাবে সেভাবে চলে যাওয়া যায় না। তাই সাজগোজ তো মাস্ট। আবার শুধু পোশাক পরলেই মেয়েদের সাজ সম্পূর্ণ হয় না, পোশাকের সঙ্গে মানানসই গয়না না পরলে কিন্তু সাজটাই মাটি হয়ে যায়। তাই আপনার গয়নার বাক্সে রাখা গয়নাগুলি ঠিক ঠাক তো? কোন ৫ ধরনের গয়না না থাকলেই আপনি ফ্যাশন ইন নন তা জেনে নিন একবার।
ধরুন আপনি বিয়েবাড়িতে ভারী শাড়ি পরেন বলে ঠিক করে রেখেছেন। এর সঙ্গে পরুন কনটেম্পোরারি জুয়েলারি। শাড়ি এবং গয়না পরে আয়নার সামনে দাঁড়ালে আপনি নিজেই নিজেকে চিনতে পারবেন না। অনেকেই হার পরতে ভালোবাসেন না। তাঁরা শুধু কানের দুলের দিকে নজর দিতে পারেন। সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে কানের দুলের ডিজাইন যেন অন্যরকম হয়।
আরও পড়ুন:

আর দোকানে নয়, এবার এই সব ঘরোয়া উপায়ে বাড়িতে নিজেই ফিরিয়ে আনুন গয়নার জেল্লা

হাতের নখ, ওয়াক্সিং থেকে চুলের যত্ন, কী ভাবে রূপচর্চা করবেন? রইল খুঁটিনাটি

আপনি কী হালকা শাড়ি পরতে ভালোবাসেন? তবে তার সঙ্গে লেয়ার্ড গয়না বাছে নিন। এক্ষেত্রে গলার হার অনেক বেশি ভারী হতে পারে। তাই কানের দুল খুব বেশি বড় মাপের যেন না হয়। আবার সাবেকি শাড়ি পরে জ্যামিতিক নকশার গয়না পরতে পারেন। এ ভাবে সাজলে ভিড়ের মাঝে যে আপনি সম্পূর্ণ অনন্যা হয়ে উঠবেন, তবে সোনার গয়নার কোন বিকল্প নেই। তাই অনায়াসে আপনি যেকোনও শাড়ির সঙ্গে পরতে পারেন সোনার গয়না।
সাবেকির সঙ্গে আধুনিকতার মিশেলে ফিউশন জুয়েলারি এখন খুব চলছে। এতে যদি আপনি স্বচ্ছন্দ্য বোধ করলে এই ধরনের গয়নাগাটি অনায়াসেই পরতেই পারেন।

Skip to content