ছবি প্রতীকী
শীত পড়া মানেই নানা রকম শারীরিক সমস্যা এসে উপস্থিত। কারণ, গরম থেকে ঠান্ডা পড়ার এই সময়টা বাতাসে ধূলিকণার পরিমাণ যেমন বাড়তে থাকে, তেমনই বাড়ে রোগ-জীবাণুর প্রকোপ। তাই চট করে ঠান্ডা লাগা যায়। অ্যালার্জি জনিত সর্দি-কাশি, গলা খুসখুস লেগেই থাকে। শীতকালীন অসুখ-বিসুখ থেকে মুক্তি পেতে রোজ তুলসী পাতার উপর ভরসা রাখুন। ঘুম থেকে উঠে কালো কফিতে চুমুক দেওয়ার পরিবর্তে চুমুক দিন ভেষজ চায়ে।
একটি পাত্র্রে জল গরম করে আদা ও তুলসী পাতা দিয়ে খানিক ক্ষণ ফুটিয়ে নিন। তার পর জল ছেঁকে একটি টিব্যাগ ও এক চা চামচ মধু দিয়ে বানিয়ে ফেলুন ভেষজ চা।
একটি পাত্র্রে জল গরম করে আদা ও তুলসী পাতা দিয়ে খানিক ক্ষণ ফুটিয়ে নিন। তার পর জল ছেঁকে একটি টিব্যাগ ও এক চা চামচ মধু দিয়ে বানিয়ে ফেলুন ভেষজ চা।
রোজ সকালে তুলসী চায়ে চুমুক দিলে কী হবে?
আরও পড়ুন: