ছবি: প্রতীকী। সংগৃহীত।
শুধু বয়স্ক নয়, এখন অল্প বয়সীরাও চুল পেকে যাওয়ার সমস্যায় জেরবার। কর্মক্ষেত্রে, প্রিয়জনের কাছে, বন্ধুদের আড্ডায়, অনুষ্ঠানে ব্যাপারটি বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। বংশগত কারণ ছাড়াও আরও অনেক কারণে মাথার চুল পাকে। তবে কিছু নিয়ম মেনে চললে বা অভ্যাস পাল্টে ফেললে কিন্তু সমস্যা কিছুটা এড়ানো সম্ভব।
● বেশি করে শ্যাম্পু করবেন না। শ্যাম্পুতে কেমিকেল থাকায় আপনার মাথায় চুল পাকার সম্ভাবনাকে বাড়িয়ে দিতে পারে। পাশাপাশি আপনার চুলের স্বাস্থ্য বা ধরন অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করুন।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৬: যন্ত্রণাদগ্ধ জ্যোতিরিন্দ্রনাথ রাঁচিতে পেয়েছিলেন সান্ত্বনার প্রলেপ
কোলেস্টেরলের মাত্রা বেড়েছে কি না বুঝবেন কী করে? চোখ, পা, ত্বকের এই সব লক্ষণ দেখলেই সতর্ক হন
এই একটি বিষয় মেনে চললে আপনার চুলের স্বাস্থ্য তো ভালো থাকবেই, সেই সঙ্গে চুল পাকার প্রবণতাও কমবে।