ছবি প্রতীকী
প্রাক বর্ষায় বা প্যাচপ্যাচে গরমে মুড বদলে কফি খুবই কার্যকরী। তবে খাওয়ার পাশাপাশি রূপচর্চাতেও কফিকেও সমান ভাবে ব্যাবহার করতে পারেন। কারণ, কফিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। কফির ফেসপ্যাক ব্যবহার করলে মুখমন্ডলের মধ্যে জমে থাকা মৃতকোষগুলিকে দ্রুত সরিয়ে ত্বককে আরও মসৃণ ও উজ্জ্বল দেখায়। রূপচর্চার জন্য কীভাবে ব্যবহার করা যায় কফি? রইল কয়েকটি ঘরোয়া উপায়।
● এক চামচ কফি পাউডারের সঙ্গে হাফ চামচ দুধ দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিতে হবে। মিশ্রণটি অন্তত পাঁচ মিনিট মুখে ভালো করে লাগিয়ে ম্যাসাজ করতে হবে। তারপর হালকা গরম জল দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিতে হবে।
● একটি পাত্রে পরিমাণ মতো দই, হলুদ ও কফি পাউডার ভালো করে মিশিয়ে নিন। যতক্ষণ না গাঢ় হয়ে উঠছে, ততক্ষণ ব্লেন্ড করতে থাকুন। পরিষ্কার মুখে প্যাকটি মেখে ২০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু’বার এই ফেস প্যাকটি ব্যবহার করে দেখুন, ফল পাবেন হাতে নাতে।