মুখে লেগে থাকা দুর্গন্ধ
● মুখের লালায় অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ থাকে। কিন্তু শরীরে জল কম গেলে বেশি লালা তৈরি হয় না। পাশাপাশি মুখে ব্যাক্টেরিয়া বেড়ে যায়। তা থেকেই মুখে ভীষণ দুর্গন্ধ তৈরি হয়।
ত্বক ক্রমশ শুষ্ক হতে শুরু করে
● শীতকালে এমনিতেই ত্বক রুক্ষ থাকে। তার উপর যদি শরীরে জলের ঘাটতি হয়, তা হলে এই সমস্যা অনেক বেড়ে যায়। তখন ত্বক শুকিয়ে যায়। ঠোঁট ফাটতে শুরু করে। উদাহরণ হিসাবে আপনি হাতে চিমটি কেটে দেখুন। ত্বক কি অনেকক্ষণ কুঁচকেই থাকছে? স্বাভাবিক হতে অনেক বেশি সময় নিচ্ছে? তা হলে বুঝতে হবে আপনার শরীরে আরও বেশি পরিমাণ জল প্রয়োজন।