সোমবার ৮ জুলাই, ২০২৪


‘আজি বসন্ত জাগ্রত দ্বারে।
তব অবগুণ্ঠিত কুণ্ঠিত জীবনে
কোরো না বিড়ম্বিত তারে।’


বসন্তের আগমনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার এই লাইনগুলো প্রত্যেক বাঙালির মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে ওঠে৷ আর এই বসন্তেই বাঙালি সেজে ওঠে রঙিনভাবে। হলুদের পরশে সম্পূর্ণ হয় বাঙালির বসন্তের সাজ। এই সময়ে শীত যেহেতু এই রাজ্য থেকে বিদায় নেয়, তাই বসন্তের হাওয়ায় মন মাতাতে পরুন এমন পোশাক, যা আপনার সাজে অভিনবত্ব এনে দেওয়ার সঙ্গে আরামও দেবে। এমনই কিছু পোশাকের সম্ভার নিয়ে এসেছে পোশাকি দ্য লাইফ স্টাইল স্টোর। এই বুটিকের কর্ণধার সোমা দাস পুরুষ ও মহিলাদের জন্য নিয়ে এসেছেন স্প্রিং কালেকশন। এই কালেকশনে পুরুষদের জন্য রয়েছে আদ্রাক প্রিন্টেড জ্যাকেট, পাঞ্জাবি। মহিলাদের জন্য রয়েছে হাতওয়ালা জ্যাকেট, স্লিভলেস জ্যাকেট, কলমকারির জ্যাকেট, কাঁথা স্টিচের কাজ করা জ্যাকেট, কারুকার্য করা স্টোল, ইক্কতের দোপাট্টা, স্কার্ফ, গামছার স্রাগ, পশমিনা, তসর, খেসের স্টোল ও বেনারসি জ্যাকেট। পোশাকি-র এইসব পোশাকগুলো বসন্তের জন্য একেবারে মানানসই। এগুলো ব্যবহার করলে আপনার যেমন লুক পরিবর্তন হবে তেমনই আপনার পোশাকে থাকবে অভিনবত্বের ছোঁয়া, যা সবার থেকে আপনাকে আলাদা করবে।
পুরুষদের জন্য পোশাকি যে জ্যাকেটগুলি নিয়ে এসেছে সেগুলির দাম ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যে। পাঞ্জাবির দামও ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যে। এছাড়াও, মহিলাদের জন্য যে পোশাকগুলি এই বুটিকে রয়েছে তার মধ্যে জ্যাকেটের দাম শুরু ৬৫০ থেকে। ১০০০ টাকা পর্যন্ত দামে মহিলাদের জ্যাকেট পাওয়া যায় এখানে। স্টোল ও দোপাট্টা পাওয়া যাচ্ছে ৬৫০ থেকে ১২০০ টাকার মধ্যে। হোয়াটস অ্যাপের মাধ্যমে এই বুটিকের স্প্রিং কালেকশন দেখে নিতে পারেন আপনি। কলকাতার মধ্যে কেউ যদি পোশাকি-র পোশাক কেনেন, তাহলে ডেলিভারি চার্জ হিসাবে দিতে হবে ৪০ থেকে ৫০ টাকা। এছাড়া রাজ্যের সব জায়গায় পোশাকির পোশাক পাওয়ার জন্য আপনাকে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত ডেলিভারি চার্জ দিতে হবে। সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে পোশাকি-র দরজা। তবে বর্তমানে করোনা পরিস্থিতির কারণে পোশাকি-র দ্বার খুলছে দুপুর ২টোয়। আর বন্ধ হচ্ছে সন্ধে সাড়ে সাতটা থেকে রাত ৮টার মধ্যে।

ছবি : পোশাকি

ঠিকানা : অভিসার শপিং কমপ্লেক্স, ৩৬৯/৪ পূর্বাচল রোড, কালিকাপুর, শপ নং : ২সি-২১৮, কলকাতা-৭৮, ফোন : ৯৮৩১৪৪৫৮৫৬

Skip to content