ছবি: প্রতীকী।
নিজেকে একদম ফিট রাখতে হলে সাজসজ্জার দিকে নজর দিতেই হবে। আর তার জন্য শুধু মুখের সাজসজ্জা নয়, নজর দিতে হবে আপনার ঠোঁট এবং নখের দিকেও। নখ একটু বড় হলেই ভেঙে যায়, এমন সমস্যার সম্মুখীন হতে হন বেশিরভাগ মহিলাকেই। নখের প্রতি যত্ন না নেওয়াই এর মূল কারণ। তাই ত্বকের সঙ্গে যত্ন নিন নখেরও।
অনেক সময় বাসন মাজা, কাপড় কাচার কারণেও হাতে অতিরিক্ত সাবান লেগে নখের ক্ষতি করে। তার উপরে এখন তো স্যানিটাইজারের ব্যবহার আছেই। কিন্তু এতে ভেঙে পড়লে চলবে না। যত্ন নিন নখের। আর সেইজন্যই কিছু টিপস রইল আপনাদের জন্য।
আরও পড়ুন:
মহাকাব্যের কথকতা, পর্ব-৮৬: সুযোগ্য প্রশাসকের মৃত্যুর অভিঘাত
গল্পবৃক্ষ, পর্ব-৩: ভাবিয়া করিও কাজ
কোন কোন বিষয়ে নজর দেবেন?
জল খান বেশি করে
আরও পড়ুন:
পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৬২: মঠ-মন্দির তৈরি করার চিন্তা বেশি করলে প্রকৃত ধর্মচর্চা থেকে মানুষ দূরে চলে যায়
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬৯: শ্রীমার সন্তানস্নেহ
নখ বড় রাখবেন না
আরও পড়ুন: