সুন্দর নখে নেলপলিশ লাগালে চেহারায় একটা অদ্ভুত সৌন্দর্য ফুটে ওঠে। সাজ যেমনই হোক না কেন আপনার হাতের নখে লাগানো সুন্দর নেলপলিশই পারে তাক লাগিয়ে দিতে। যদি নখের শেপ এবড়ো-খেবড়ো থাকে বা নেলপলিশ ঠিকভাবে না লাগানো থাকে, তাহলে আপনার গোটা সাজটাই মাটি হয়ে যাবে। তাই সৌন্দর্য ও শৌখিনতা ধরে রাখতে হলে নেলপলিশ লাগাতে হবে ঠিকভাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় নেলপলিশ লাগানোর সময় নখের বাইরে বেরিয়ে গিয়ে চামড়ায় লেগে যাচ্ছে। তাই নখের শেপ ঠিক রাখা এবং নেলপলিশ লাগানোর সঠিক কয়েকটি পদ্ধতি জেনে নিন।
পুরনো নেলপলিশ তুলে নিতে হবে
● আগে থেকে নখে যে নেলপলিশ রয়েছে, সেটা প্রথমে তুলে নিতে হবে। এবড়ো-খেবড়ো নেলপলিশ থাকলে রিমুভার দিয়ে তুলে নিয়ে নখ পরিষ্কার রাখুন।
নখ ভালো করে কেটে ফাইল করতে হবে
● আগে থেকে নখে যে নেলপলিশ রয়েছে, তা তুলে নিয়ে নখগুলো সুন্দরভাবে কেটে ফেলুন। এতে নখের একটা সুন্দর শেপ তৈরি হবে। মনে রাখবেন নখ সবসময় বাঁদিক থেকে ডানদিকে ফাইল করতে হবে। নখ শেপ করে নেওয়া জরুরি। গোল বা চৌকো নখের যেকোনও রকমের শেপ করে নিন।
নখে শাইন আনতে বাফ করা প্রয়োজন
● নখ কেটে শেপ করে নেওয়ার পর বাফ করে নিন। নখের উপরি অংশ বাফার দিয়ে ঘষে সমান করুন। বাফ করলে নখে শাইন আসে। তবে বেশি বাফ করলে আবার নখে শুষ্ক ভাব আসবে। তাই ঠিকভাবে বাফ করতে হবে যাতে নখে শাইন তো আসবেই, আর আপনিও সুন্দরভাবে সেই নখে নেলপলিশ লাগাতে পারবেন।
কিউটিকল কাটা যাবে না
● পার্লারে অনেক সময় নখ পরিষ্কার রাখতে কিউটিকল কেটে দেয়। তবে এতে হিতে বিপরীত হতে পারে। কিউটিকল কেটে দিলে নখে রুক্ষ ভাব আসে। তাই নেলপলিশ পরার আগে কিউটিকল কাটার কোনও প্রয়োজন নেই।
সবশেষে ভালো করে হাত ধুয়ে নিতে হবে
● নখ কাটার পর হালকা শ্যাম্পু দিয়ে হাত ধুয়ে নিন। তারপর তোয়ালে দিয়ে ভালো করে মুছে নিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এতে নখ তরতাজা ও ভালো থাকবে। এভাবে নখের যত্ন নেওয়ার পর আপনি নখে সুন্দরভাবে নেলপলিশ লাগাবেন। তবে এই নেলপলিশ লাগানোরও কিছু পদ্ধতি আছে। নখ শেপ করার পর কীভাবে নেলপলিশ পরবেন এবার দেখুন৷
ভালো মানের নেলপলিশ
● সাজের একটি গুরুত্বপূর্ণ অংশ হল নেলপলিশ। অনেক সময় সাজ খুব ভালো না হলেও নেলপলিশ আকর্ষণীয় হলে সহজেই নজর কাড়ে। তাই ভালো মানের নেলপলিশ লাগালে আকর্ষণীয় হয়, নখেরও ক্ষতি হয় না। নখ ভালো রাখতে ভালো মানের নেলপলিশ লাগানোই শ্রেয়। তবে নেলপলিশ কেনার সময় খেয়াল রাখতে হবে আপনার হাতের সঙ্গে নেলপলিশের শেড মানানসই হচ্ছে কি না।
প্রথমে লাগান বেস কোট
● নখে নেলপলিশ লাগানোর আগে ভালো মানের দামি ব্র্যান্ডের একটা হালকা সুন্দর রঙের বেস কোট লাগিয়ে নিন। তারপর নেলপলিশ লাগান। এতে নেলপলিশ ভালো বসবে।
প্রথম লেয়ার
● বেস কোট লাগানোর পর নখে ভালো করে নেলপলিশ লাগান। নেলপলিশের ব্রাশ নখের ভিতর দিক থেকে বাইরে দিকে টানবেন। তবে এখনই বেশি মোটা করে নেলপলিশ পরবেন না। সুন্দর করে নেলপলিশ লাগিয়ে মিনিট পাঁচেক শুকোতে দিন।
নেলপলিশের দ্বিতীয় লেয়ার
● প্রথম লেয়ার সম্পূর্ণ শুকিয়ে গেলে নখে আরও একবার নেলপলিশ লাগান। মাথায় রাখবেন, প্রথম লেয়ার না শুকোলে তার উপর নেলপলিশের এই দ্বিতীয় লেয়ার লাগালে নেলপলিশ ঘেঁটে যেতে পারে। তাই প্রথম লেয়ার পুরোপুরি শুকিয়ে গেলে তবেই দ্বিতীয় লেয়ার লাগান।
শেষ বেস কোট
● দ্বিতীয় লেয়ার সম্পূর্ণ শুকিয়ে গেলে নখে আবার বেস কোট লাগান। দ্বিতীয় লেয়ারের পর দামি ব্র্যান্ডের একটা হালকা সুন্দর রঙের বেস কোট লাগিয়ে নিন। এতে নেলপলিশ লাগানো নখ বেশি শাইন করবে।
নখের চারপাশ পরিষ্কার রাখতে করুন টাচ আপ
● শেষ বেস কোট সম্পূর্ণ শুকিয়ে গেলে নখের আশপাশের চামড়ায় যে নেলপলিশ লেগে রয়েছে, তা মুছে ফেলুন। কান পরিষ্কার করার একটি বাড রিমুভারে ডুবিয়ে তারপর নখের চারপাশে সেটা ধীরে ধীরে বোলান। তাহলেই দেখবেন নখের চারপাশে যে অতিরিক্ত নেলপলিশ লেগে রয়েছে তা উঠে যাবে।