বছরের অন্যান্য সময়ের মধ্যে শীতকাল খুবই গুরুত্বপূর্ণ। আর শীতের সাজ সবসময়ই স্পেশ্যাল হয়। শীতের মরশুমে পোশাকের সঙ্গে মানানসই গরম পোশাক পরাটা অত্যন্ত জরুরি। আর সেই কারণেই শীতের পোশাকের সম্ভার নিয়ে হাজির মহুয়া বুটিক। শীতের কালেকশনের তালিকায় মহিলাদের কটশুলের কুর্তি, চাদর থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের স্টোল সবই তাঁর বুটিকে রেখেছেন মহুয়া পাল। কটশুলের কুর্তি ছাড়াও শালের তৈরি সালোয়ার পিসও রয়েছে এই বুটিকে। এই ধরনের সালোয়ার পিসগুলোর সবই এমব্রডয়ারি অর্থাৎ সুতোর কাজ করা। শীতে শালের সালোয়ার পরলে বেশ আরাম হবে। আর ফ্যাশনের দিক থেকেও এই ধরনের সালোয়ার একেবারে নজরকাড়া।
শীতে যদি আপনি মাফলার বা চাদর না জড়িয়েই ঠান্ডা থেকে বাঁচতে চান, তাহলে স্টোল ব্যবহার করতেই পারেন। আর আপনাদের কথা ভেবেই সুন্দর কারুকার্য করা রঙিন স্টোল নিয়ে হাজির হয়েছে মহুয়া বুটিক। এখানে ঠিক কী কী ধরনের কারুকার্য করা স্টোল পাওয়া যায় এবং তার বিশেষত্ব কী, তা জেনে নিন।
কদমপার্সির কাজ করা স্টোল
স্টোলে সুতোর কাজ থাকলে যেমন দেখতে ভালো লাগে তেমনই বেশ আকর্ষণীয় হয় এই কাজ। আর তা যদি কদমপার্সির কাজ হয়, তাহলে তো কোনও কথাই নেই। শীতের মরশুমে সুতো দিয়ে ফুলের কাজ করা সুন্দর স্টোল ব্যবহার করলে আপনার যেমন আরাম হবে, তেমনই সবার মাঝে আপনি হয়ে উঠবেন আরও ফ্যাশনেবল।
গুজরাতি স্টিচের স্টোল
গুজরাটি স্টিচ করা স্টোলও মিলবে এই মহুয়া বুটিকে। শীতকালে এই ধরনের স্টোল খুবই আরামদায়ক হয়। গুজরাটি স্টাইলে সুতোর কাজ করা স্টোলে রয়েছে আধুনিকতার ছোঁয়াও। এই ধরনের স্টিচের মাঝে থাকে বড় সাদা চুমকি অথবা ছোট কাচ। যা স্টোলের শোভা আরও বাড়িয়ে দেয়।
হ্যান্ড অ্যাপ্লিক ও কাঁথা স্টিচের মিশ্রণে তৈরি হওয়া স্টোল
কদমপার্সি ও গুজরাটি স্টিচের পাশাপাশি হ্যান্ড অ্যাপ্লিক ও কাঁথা স্টিচের মিশ্রণে তৈরি স্টোলও পাওয়া যায় এই বুটিকে। যার মধ্যে রয়েছে আধুনিকতার ছোঁয়া। এই ধরনের অভিনব স্টোলে হ্যান্ড অ্যাপ্লিক ও কাঁথা স্টিচের মিশ্রণে যে সূক্ষ্ম কাজ রয়েছে, তা অবশ্যই চোখে পড়ার মতো। আর আপনি যদি শীতের সময় এই ধরনের স্টোল ব্যবহার করেন, তাহলে হালফিলের ফ্যাশনে আপনি হয়ে উঠবেন সবার সেরা। এছাড়াও মহুয়া বুটিকে পাবেন হ্যান্ড ব্লক করা স্টোলও। যা শীতে খুবই আরামদায়ক।
শীতের জন্য উলেন কুর্তি, স্টোলের পাশাপাশি কাঁথা স্টিচ, হ্যান্ড ব্লক ও অ্যাপ্লিকের কাজ করা চাদরের পসরা সাজিয়েছে মহুয়া বুটিক। এই ধরনের চাদরগুলি শীতে যেমন আরামদায়ক তেমনই আকর্ষণীয় হয়। তাই এই চাদরগুলির চাহিদাও অনেক বেশি। শুধুমাত্র শীতকাল নয়, বিয়েবাড়ি কিংবা অন্য কোনও অনুষ্ঠানেও আপনি এই ধরনের চাদর অনায়াসে ব্যবহার করতে পারেন। মহুয়া বুটিকে রকমারি স্টোলগুলি পাবেন ১০৫০-১৫৫০ টাকার মধ্যে। উলেন কুর্তিগুলির দাম ৪৫০ টাকা থেকে শুরু। এছাড়াও, মহুয়া বুটিকে হ্যান্ডস্টিচের কুর্তিগুলি পাওয়া যাবে ১০০০-১১৫০ টাকার মধ্যেই। সকাল ১১টা থেকে দুপুর তিনটে এবং বিকেল পাঁচটা থেকে রাত ৯টা অবধি খোলা থাকে মহুয়া বুটিকের দরজা। শুধুমাত্র বৃহস্পতিবার পূর্ণদিবস বন্ধ থাকে৷ অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই বুটিক থেকে বুক করতে পারেন আপনার পছন্দের পোশাক। হোয়াটস অ্যাপের মাধ্যমে পোশাকের বুকিং নেন মহুয়া পাল স্বয়ং।
ঠিকানা: ৭৩/সি, মুখার্জিপাড়া লেন, শ্রীরামপুর, হুগলি (শ্রীরামপুর স্টেশনের নিকট), পিন: ৭১২২০১, ফোন : ৭২৭৮৬২৭৫৯২
শীতে যদি আপনি মাফলার বা চাদর না জড়িয়েই ঠান্ডা থেকে বাঁচতে চান, তাহলে স্টোল ব্যবহার করতেই পারেন। আর আপনাদের কথা ভেবেই সুন্দর কারুকার্য করা রঙিন স্টোল নিয়ে হাজির হয়েছে মহুয়া বুটিক। এখানে ঠিক কী কী ধরনের কারুকার্য করা স্টোল পাওয়া যায় এবং তার বিশেষত্ব কী, তা জেনে নিন।
কদমপার্সির কাজ করা স্টোল
স্টোলে সুতোর কাজ থাকলে যেমন দেখতে ভালো লাগে তেমনই বেশ আকর্ষণীয় হয় এই কাজ। আর তা যদি কদমপার্সির কাজ হয়, তাহলে তো কোনও কথাই নেই। শীতের মরশুমে সুতো দিয়ে ফুলের কাজ করা সুন্দর স্টোল ব্যবহার করলে আপনার যেমন আরাম হবে, তেমনই সবার মাঝে আপনি হয়ে উঠবেন আরও ফ্যাশনেবল।
গুজরাতি স্টিচের স্টোল
গুজরাটি স্টিচ করা স্টোলও মিলবে এই মহুয়া বুটিকে। শীতকালে এই ধরনের স্টোল খুবই আরামদায়ক হয়। গুজরাটি স্টাইলে সুতোর কাজ করা স্টোলে রয়েছে আধুনিকতার ছোঁয়াও। এই ধরনের স্টিচের মাঝে থাকে বড় সাদা চুমকি অথবা ছোট কাচ। যা স্টোলের শোভা আরও বাড়িয়ে দেয়।
হ্যান্ড অ্যাপ্লিক ও কাঁথা স্টিচের মিশ্রণে তৈরি হওয়া স্টোল
কদমপার্সি ও গুজরাটি স্টিচের পাশাপাশি হ্যান্ড অ্যাপ্লিক ও কাঁথা স্টিচের মিশ্রণে তৈরি স্টোলও পাওয়া যায় এই বুটিকে। যার মধ্যে রয়েছে আধুনিকতার ছোঁয়া। এই ধরনের অভিনব স্টোলে হ্যান্ড অ্যাপ্লিক ও কাঁথা স্টিচের মিশ্রণে যে সূক্ষ্ম কাজ রয়েছে, তা অবশ্যই চোখে পড়ার মতো। আর আপনি যদি শীতের সময় এই ধরনের স্টোল ব্যবহার করেন, তাহলে হালফিলের ফ্যাশনে আপনি হয়ে উঠবেন সবার সেরা। এছাড়াও মহুয়া বুটিকে পাবেন হ্যান্ড ব্লক করা স্টোলও। যা শীতে খুবই আরামদায়ক।
শীতের জন্য উলেন কুর্তি, স্টোলের পাশাপাশি কাঁথা স্টিচ, হ্যান্ড ব্লক ও অ্যাপ্লিকের কাজ করা চাদরের পসরা সাজিয়েছে মহুয়া বুটিক। এই ধরনের চাদরগুলি শীতে যেমন আরামদায়ক তেমনই আকর্ষণীয় হয়। তাই এই চাদরগুলির চাহিদাও অনেক বেশি। শুধুমাত্র শীতকাল নয়, বিয়েবাড়ি কিংবা অন্য কোনও অনুষ্ঠানেও আপনি এই ধরনের চাদর অনায়াসে ব্যবহার করতে পারেন। মহুয়া বুটিকে রকমারি স্টোলগুলি পাবেন ১০৫০-১৫৫০ টাকার মধ্যে। উলেন কুর্তিগুলির দাম ৪৫০ টাকা থেকে শুরু। এছাড়াও, মহুয়া বুটিকে হ্যান্ডস্টিচের কুর্তিগুলি পাওয়া যাবে ১০০০-১১৫০ টাকার মধ্যেই। সকাল ১১টা থেকে দুপুর তিনটে এবং বিকেল পাঁচটা থেকে রাত ৯টা অবধি খোলা থাকে মহুয়া বুটিকের দরজা। শুধুমাত্র বৃহস্পতিবার পূর্ণদিবস বন্ধ থাকে৷ অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই বুটিক থেকে বুক করতে পারেন আপনার পছন্দের পোশাক। হোয়াটস অ্যাপের মাধ্যমে পোশাকের বুকিং নেন মহুয়া পাল স্বয়ং।
ঠিকানা: ৭৩/সি, মুখার্জিপাড়া লেন, শ্রীরামপুর, হুগলি (শ্রীরামপুর স্টেশনের নিকট), পিন: ৭১২২০১, ফোন : ৭২৭৮৬২৭৫৯২