শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

প্রাত্যহিক জীবনে রূপচর্চা বা ত্বকের পরিচর্যা করতে গিয়ে অনেকেই বিভিন্ন প্রসাধন সামগ্রী ব্যবহার করে থাকেন। ত্বকের যত্নের পাশাপাশি সেই জিনিসগুলিও ভালো রাখা দরকার। রূপচর্চায় ব্যবহৃত হয় এমন কতগুলি জিনিস ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে।
 

লিপস্টিক

ঘরের তাপমাত্রায় লিপস্টিক রাখলে অনেক সময়ে গলে যেতে পারে। তাই দীর্ঘ দিন লিপস্টিক সংরক্ষণ করতে চাইলে তা ফ্রিজে রাখুন।
 

টোনার

ত্বকের জন্য ফ্রিজে রাখা ঠান্ডা টোনার বেশ উপকারি।

আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৭০: পিতার সমালোচক রাম শুধুই মানুষ, তবু তিনি কেন পুরুষোত্তম?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫৩: মহীয়সী গৃহস্থনারী মা সারদা

 

সিরাম

ফ্রিজে সংরক্ষিত ঠান্ডা সিরাম ত্বকের রক্ত সঞ্চালনে খুবই উপকারী।
 

লিপ বাম

লিপ বাম ভালো রাখতে অবশ্যই ফ্রিজে রাখুন।

আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩০: নলিনী দাশ— গণ্ডালুর সৃজনশিল্পী

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৫: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— আমুর ও গোশিঙা

 

ফেস মাস্ক

বেশ কয়েক দিন পর্যন্ত ফেস মাস্ক সতেজ রাখতে তা ফ্রিজে তুলে রাখতে পারেন। ঠান্ডা ফেস মাস্ক ত্বকের জ্বালা ভাব নিমেষে কমিয়ে দেয় সেই সঙ্গে ত্বকে এনে দেয় এক আরাম বোধ।
 

অ্যালো ভেরা জল

অ্যালো ভেরা গাছ ছায়াতেই বেশি ভালো থাকে। অ্যালো ভেরা জেলও ফ্রিজের ঠান্ডায় রাখলে অনেক দিন পর্যন্ত ভাল রাখা যায়।


Skip to content