ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
শীত মানেই বিয়ের মরশুম। আর এইসময়ে আত্মীয়স্বজন, বন্ধু, প্রতিবেশীর বিয়েতে কী উপহার দেওয়া যায় তা নিয়ে চিন্তায় পড়ে যান অনেকেই। শীতকালে বিয়ে হলে তো আরও সমস্যা। উপহারে চাদর দেওয়া হবে না অন্য কিছু তা বুঝে উঠতে উঠতেই বিয়ের দিন চলে আসে। এহেন পরিস্থিতিতে আপনি যদি চান একটু অন্যরকম কোনও উপহার দিতে তাহলে আবার বেড়ে যেতে পারে বাজেট। তবে আপনি নিজের সাধ্যের মধ্যেই বাজেট রেখে অনলাইনে কিনে ফেলতে পারেন সুন্দর উপহার। আর আপনার বাজেট যদি ৫০০ টাকা হয়, তাহলে অনলাইনের পাশাপাশি এই বাজেটেই অভিনব উপহার পেয়ে যাবেন বাজারেও। ৫০০ টাকা বাজেট হলে আপনি কী কী উপহার আপনার প্রিয় বন্ধু, বান্ধবী, আত্মীয়, প্রতিবেশী, সহকর্মীকে দিতে পারবেন, তার একটা তালিকা দেখে নিন।
● ফটো ফ্রেম
বিয়েতে উপহার হিসাবে আপনি দিতে পারেন ফটো ফ্রেম। যা আপনার সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন। ৫০০ টাকার মধ্যে ভালো কাঠের তৈরি ফটো ফ্রেম উপহার দিতে পারেন। নতুন দম্পতি তাঁদের জীবনের সেরা মুহূর্তগুলিকে আপনার দেওয়া এই উপহারের মধ্যে যত্নে সাজিয়ে রাখবে। এতে আপনিও খুশি হবেন আর উপহার গ্রহণকারীও বেজায় খুশি হবেন।
● দেওয়াল ঘড়ি
জন্মদিন বা বিয়েবাড়ির উপহার হিসাবে আপনি দিতে পারেন দেওয়াল ঘড়ি। কম খরচে সেরা পছন্দের উপহার দিন। আত্মীয় বা প্রিয় বন্ধুর বিয়েতে আপনার বাজেট যদি ৫০০ টাকার আশপাশে হয়, তাহলে আপনি মাঝারি থেকে ছোট দেওয়াল ঘড়ি উপহার হিসাবে অনায়াসেই বেছে নিতে পারেন। অভিনব ডিজাইনের দেওয়াল ঘড়ি পেয়ে যাবেন এই বাজেটের মধ্যেই।
● ফুলদানি
বিয়েবাড়িতে উপহার দিন নকশা করা সুন্দর ডিজাইনের ফুলদানি। কাচের হোক বা মাটির, উপহার হিসাবে ফুলদানি হয়ে উঠতে পারে চমকপ্রদ। কারুকার্য করা ওই ফুলদানির মধ্যে একগোছা ফুল রাখলে তা সহজেই মন ভালো করে দেবে। তাই বিয়ের উপহার হিসাবে অল্প বাজেটের মধ্যেই আপনি দিতে পারেন শৌখিন ফুলদানি।
● কাচের বাটির সেট
আপনার বাজেট যদি ৫০০ টাকা হয়, তবে কাচের বাটির সেটও উপহার হিসাবে দিতে পারেন। ৫০০ টাকার মধ্যে সুন্দর রঙিন কাচের বাটির সেটও পেয়ে যাবেন। এই সেটে সাধারণত ছ’টি বাটি থাকে। অনেকসময় নানারকম ডিজাইন করা বাটির সেটও পাওয়া যায় দোকানে। অনলাইনেও দেখতে পারেন এই ধরনের কাচের বাটির সেট। এইরকম সুন্দর কাচের বাটিতে খাবার পরিবেশন করলে তার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে।
● কাপ সেট
বিয়ে কিংবা জন্মদিন, যেকোনও অনুষ্ঠানে আপনি কাপ সেট দিতে পারেন। এটাও আপনি ৫০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। এছাড়াও আপনি দিতে পারেন কফি মাগের সেট। এই সেটে দুটি করে কফি মাগ থাকে। রঙিন সুন্দর ডিজাইন করা কফি মাগ ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। এগুলো যেমন দেখতে সুন্দর, তেমনই এতে কফি খেলেও একটা স্মার্টনেস কিংবা শৌখিনতা বজায় রাখতে পারবেন। তাই উপহার হিসাবে কফি মাগের সেট একেবারে পারফেক্ট।
● বই
উপহার হিসাবে বইও দিতে পারেন। যাঁরা বই পড়তে ভালোবাসেন তাঁরা এই উপহার পেয়ে যেমন আনন্দিত হবেন। তেমনই যাঁরা খুব একটা বই পড়েন না তাঁরাও বইয়ের মতো একটি উপহার পেয়ে খুবই খুশি হবেন। বইপ্রেমীদের অনুষ্ঠানে নিমন্ত্রিত থাকলে আপনি অনায়াসে বই উপহার দিতে পারেন। আর যাঁরা ইংরেজি বই পড়তে পছন্দ করেন, তাঁদের জন্য ৫০০ টাকার মধ্যেই কিনুন ভালো ইংরেজি গল্পের বই। এতে উপহার পেয়ে তাঁরাও যেমন খুশি হবেন তেমন আপনিও আপনার পছন্দমতো একটি উপহার দিতে পেরে অনেক শান্তি পাবেন।
● সুন্দর শো পিস
৫০০ টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের শো পিস। যা বাড়িতে সাজিয়ে রাখলে বাড়ির সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। ঘর সাজানোর জন্য এই ধরনের আকর্ষণীয় শো পিস নবদম্পতির কাছে মনের মতো উপহার হয়ে উঠতে পারে। এই ধরনের ছোট ছোট উপহার নতুন সংসার সাজানোর সময়ে অনেক কজে লাগে। এছাড়াও বাড়িকে আরও আকর্ষণীয় করে তোলে এই সুন্দর শো পিসগুলি।
● মোমবাতি সেট
যেকোনও অনুষ্ঠানে আপনি উপহার হিসাবে দিতে পারেন মোমবাতি সেটও। অফলাইন ও অনলাইনে নানা রঙের ক্যান্ডেল সেট পাওয়া যাচ্ছে ৫০০ টাকার মধ্যেই। নানা রং শুধু না, নানান ডিজাইনেরও ক্যান্ডেল পাওয়া যায় অনলাইনে। ক্যান্ডেল হোল্ডারে আবার দেবদেবীর নকশাও করা থাকে। মোমবাতি জ্বালালে ওই নকশার ছায়া পড়ে দেওয়ালে। আর তা দেখতে অতি সুন্দর হয়। ঘরের সৌন্দর্য বাড়ায় এই ধরনের ক্যান্ডেল হোল্ডারগুলি।
● হ্যান্ডমেড উডেন বাঙ্গেল হোল্ডার জুয়েলারি স্টান্ড
উপহার হিসাবে হ্যান্ডমেড উডেন বাঙ্গেল হোল্ডার জুয়েলারি স্ট্যান্ডও কিনতে পারে। এই উপহারের দাম সাধারণ দোকানে ৮০০ টাকার আশপাশে। তবে অ্যামাজনে ভালো হ্যান্ডমেড উডেন বাঙ্গেল হোল্ডার পেয়ে যাবেন ৫০০ টাকার মধ্যেই। তাই বিয়েতে বা কোনও মেয়ের জন্মদিনে এই ধরনের উপহার আপনি অনায়াসেই দিতে পারেন।
● হ্যান্ডমেড জুয়েলারি বক্স
হাতে তৈরি জুয়েলারি বক্সও পেয়ে যাবেন ৫০০ টাকার মধ্যে। উপহার হিসাবে জুয়েলারি বক্সও দিতে পারেন। তবে এক্ষেত্রে শুধুমাত্র মহিলাদের উপহার দেওয়ার জন্য হ্যান্ডমেড জুয়েলারি বক্স খুবই ভালো শৌখিন একটা জিনিস। বিভিন্ন নকশা করা কাঠের কিংবা মেটালের জুয়েলারি বক্স দোকানেও ৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। আবার অনলাইনেও এরকম সুন্দর জুয়েলারি বক্স পেয়ে যাবেন। এই বক্সে যাবতীয় গয়না এমনকী সাজের জিনিসও রাখা যেতে পারে। মহিলাদের কাছে এই ধরনের উপহার খুবই আকর্ষণীয় হয়।
বিয়েতে উপহার হিসাবে আপনি দিতে পারেন ফটো ফ্রেম। যা আপনার সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন। ৫০০ টাকার মধ্যে ভালো কাঠের তৈরি ফটো ফ্রেম উপহার দিতে পারেন। নতুন দম্পতি তাঁদের জীবনের সেরা মুহূর্তগুলিকে আপনার দেওয়া এই উপহারের মধ্যে যত্নে সাজিয়ে রাখবে। এতে আপনিও খুশি হবেন আর উপহার গ্রহণকারীও বেজায় খুশি হবেন।
জন্মদিন বা বিয়েবাড়ির উপহার হিসাবে আপনি দিতে পারেন দেওয়াল ঘড়ি। কম খরচে সেরা পছন্দের উপহার দিন। আত্মীয় বা প্রিয় বন্ধুর বিয়েতে আপনার বাজেট যদি ৫০০ টাকার আশপাশে হয়, তাহলে আপনি মাঝারি থেকে ছোট দেওয়াল ঘড়ি উপহার হিসাবে অনায়াসেই বেছে নিতে পারেন। অভিনব ডিজাইনের দেওয়াল ঘড়ি পেয়ে যাবেন এই বাজেটের মধ্যেই।
বিয়েবাড়িতে উপহার দিন নকশা করা সুন্দর ডিজাইনের ফুলদানি। কাচের হোক বা মাটির, উপহার হিসাবে ফুলদানি হয়ে উঠতে পারে চমকপ্রদ। কারুকার্য করা ওই ফুলদানির মধ্যে একগোছা ফুল রাখলে তা সহজেই মন ভালো করে দেবে। তাই বিয়ের উপহার হিসাবে অল্প বাজেটের মধ্যেই আপনি দিতে পারেন শৌখিন ফুলদানি।
আপনার বাজেট যদি ৫০০ টাকা হয়, তবে কাচের বাটির সেটও উপহার হিসাবে দিতে পারেন। ৫০০ টাকার মধ্যে সুন্দর রঙিন কাচের বাটির সেটও পেয়ে যাবেন। এই সেটে সাধারণত ছ’টি বাটি থাকে। অনেকসময় নানারকম ডিজাইন করা বাটির সেটও পাওয়া যায় দোকানে। অনলাইনেও দেখতে পারেন এই ধরনের কাচের বাটির সেট। এইরকম সুন্দর কাচের বাটিতে খাবার পরিবেশন করলে তার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে।
বিয়ে কিংবা জন্মদিন, যেকোনও অনুষ্ঠানে আপনি কাপ সেট দিতে পারেন। এটাও আপনি ৫০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। এছাড়াও আপনি দিতে পারেন কফি মাগের সেট। এই সেটে দুটি করে কফি মাগ থাকে। রঙিন সুন্দর ডিজাইন করা কফি মাগ ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। এগুলো যেমন দেখতে সুন্দর, তেমনই এতে কফি খেলেও একটা স্মার্টনেস কিংবা শৌখিনতা বজায় রাখতে পারবেন। তাই উপহার হিসাবে কফি মাগের সেট একেবারে পারফেক্ট।
উপহার হিসাবে বইও দিতে পারেন। যাঁরা বই পড়তে ভালোবাসেন তাঁরা এই উপহার পেয়ে যেমন আনন্দিত হবেন। তেমনই যাঁরা খুব একটা বই পড়েন না তাঁরাও বইয়ের মতো একটি উপহার পেয়ে খুবই খুশি হবেন। বইপ্রেমীদের অনুষ্ঠানে নিমন্ত্রিত থাকলে আপনি অনায়াসে বই উপহার দিতে পারেন। আর যাঁরা ইংরেজি বই পড়তে পছন্দ করেন, তাঁদের জন্য ৫০০ টাকার মধ্যেই কিনুন ভালো ইংরেজি গল্পের বই। এতে উপহার পেয়ে তাঁরাও যেমন খুশি হবেন তেমন আপনিও আপনার পছন্দমতো একটি উপহার দিতে পেরে অনেক শান্তি পাবেন।
৫০০ টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন বিভিন্ন রকমের শো পিস। যা বাড়িতে সাজিয়ে রাখলে বাড়ির সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। ঘর সাজানোর জন্য এই ধরনের আকর্ষণীয় শো পিস নবদম্পতির কাছে মনের মতো উপহার হয়ে উঠতে পারে। এই ধরনের ছোট ছোট উপহার নতুন সংসার সাজানোর সময়ে অনেক কজে লাগে। এছাড়াও বাড়িকে আরও আকর্ষণীয় করে তোলে এই সুন্দর শো পিসগুলি।
যেকোনও অনুষ্ঠানে আপনি উপহার হিসাবে দিতে পারেন মোমবাতি সেটও। অফলাইন ও অনলাইনে নানা রঙের ক্যান্ডেল সেট পাওয়া যাচ্ছে ৫০০ টাকার মধ্যেই। নানা রং শুধু না, নানান ডিজাইনেরও ক্যান্ডেল পাওয়া যায় অনলাইনে। ক্যান্ডেল হোল্ডারে আবার দেবদেবীর নকশাও করা থাকে। মোমবাতি জ্বালালে ওই নকশার ছায়া পড়ে দেওয়ালে। আর তা দেখতে অতি সুন্দর হয়। ঘরের সৌন্দর্য বাড়ায় এই ধরনের ক্যান্ডেল হোল্ডারগুলি।
উপহার হিসাবে হ্যান্ডমেড উডেন বাঙ্গেল হোল্ডার জুয়েলারি স্ট্যান্ডও কিনতে পারে। এই উপহারের দাম সাধারণ দোকানে ৮০০ টাকার আশপাশে। তবে অ্যামাজনে ভালো হ্যান্ডমেড উডেন বাঙ্গেল হোল্ডার পেয়ে যাবেন ৫০০ টাকার মধ্যেই। তাই বিয়েতে বা কোনও মেয়ের জন্মদিনে এই ধরনের উপহার আপনি অনায়াসেই দিতে পারেন।
হাতে তৈরি জুয়েলারি বক্সও পেয়ে যাবেন ৫০০ টাকার মধ্যে। উপহার হিসাবে জুয়েলারি বক্সও দিতে পারেন। তবে এক্ষেত্রে শুধুমাত্র মহিলাদের উপহার দেওয়ার জন্য হ্যান্ডমেড জুয়েলারি বক্স খুবই ভালো শৌখিন একটা জিনিস। বিভিন্ন নকশা করা কাঠের কিংবা মেটালের জুয়েলারি বক্স দোকানেও ৫০০ টাকার মধ্যে পেয়ে যাবেন। আবার অনলাইনেও এরকম সুন্দর জুয়েলারি বক্স পেয়ে যাবেন। এই বক্সে যাবতীয় গয়না এমনকী সাজের জিনিসও রাখা যেতে পারে। মহিলাদের কাছে এই ধরনের উপহার খুবই আকর্ষণীয় হয়।