শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

ফ্যাশন সচেতন মহিলারা নিয়মিত বিউটি পার্লারে গিয়ে স্পা করান একটু আরাম পাওয়ার জন্য। কিন্তু অনায়াসেই যদি বাড়ির বাথরুম হয়ে যায় স্পা উপযোগী। তাহলে কেমন হয়? তার জন্য রইল কতগুলো টিপস।

বাথরুমে যদি একটু বেশি জায়গা থাকে, তাহলে বাথটপ ব্যবহার করতে পারেন। আজকাল নানা রকমের বাথটপ দেখতে পাওয়া যায়। তার মধ্যে যেকোনও একটিকে পছন্দ করে বেছে নিন আপনার সাধের বাথরুমের জন্য।

বাথরুমের দেওয়ালের রঙ হিসেবে হালকা নীল বা গোলাপী রং বাছুন অথবা সাদা রঙও করে দিতে পারেন বাথরুমের দেয়ালে।

বাথরুমের আলো হিসেবে সবসময় নরম আলো ব্যবহার করবেন। পছন্দ করলে অনেক সময় আপনি মোমবাতিও ব্যবহার করতে পারেন। মোমবাতির আলো আপনাকে বাথরুমে একটি আলাদা মাত্রা এনে দেবে।

বাথরুমে এমন ষ্টোরেজ করুন যাতে প্রচুর ড্রয়ার থাকে। এই ড্রয়ারে আপনি পছন্দমত মেকআপের জিনিসপত্র রাখতে পারবেন।

বাথরুমের এয়ারকে ফ্রেস করতে অ্যালোভেরা গাছ রাখুন অথবা একটা কাচের পাত্রতে জল রেখে তার মধ্যে নানা রঙের ফুল ভাসিয়ে দিতে পারেন।

বাথরুমে যে তোয়ালে ব্যবহার করবেন তা সবসময়ই হালকা রংয়ের হলে ভালো। এটি হালকা গোলাপি বা সাদা হলে সবচেয়ে ভালো হয়।

এক্ষেত্রে বাথরুমে অন্যরকমের লুক আনতে গোলাকার আয়না ব্যবহার করে দেখতে পারেন।

স্পা এর ক্ষেত্রে বেছে নিন নানান রকম ভেষজ জিনিসপত্র। যেমন অ্যালোভেরা, হলুদ, নিম, গোলাপ পাতা প্রভৃতি। তাছাড়া স্নানের সময় গান শুনবার জন্য ওয়াটারপ্রুফ ব্লুটুথ স্পিকারও ব্যবহার করতে পারেন। হালকা কোনও গান চালিয়ে দিলে আপনার মন ভালো হয়ে যাবে।
এভাবে আপনি নিজের পছন্দ মতো বাড়ির বাথরুমকে স্পা-এর উপযোগী করে তুলতে পারেন।

Skip to content