![](https://samayupdates.in/wp-content/uploads/2022/03/hairstyle22.jpg)
ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
দেখতে মোটেই ভালো লাগছে না। কারণটা হয় চুল বড় হয়ে গেছে নয়তো চুলের শেপ নষ্ট হয়ে গেছে। তাই সেলুনে গিয়ে চুল কাটার কথা ভাবছেন আপনি। কিন্তু, কোন হেয়ারস্টাইলটা আপনার মুখের গঠনের সঙ্গে মানানসই হবে, সেটা কি জানেন? মুখের গঠনের সঙ্গে মানায় এমন হেয়ারস্টাইলই করুন। নয়তো হেয়ার কাটিংয়ের পরেও দেখবেন আপনার সাজ একেবারে মাটি হয়ে গেছে। সেই কারণে সেলুন বা পার্লারে যাওয়ার আগে জেনে নিন কোন হেয়ারস্টাইলটা আপনার মুখের গঠনের সঙ্গে একেবারে মানানসই হবে।
আপনার মুখের গঠন গোল হলে লেয়ার কাটিং দারুণ মানাবে
● আপনার মুখ যদি গোল হয়, তাহলে লেয়ার কাটিং করতে পারেন। আবার বড় চুলও রাখতে পারেন। এতে আপনার সৌন্দর্য আরও বেড়ে যাবে। তবে, যদি বড় চুল রাখেন, তবে সেই চুল বড় হওয়ার পাশাপাশি যাতে ঘন, মজবুত ও সাইন হয়, সেদিকেও আপনাকে নজর রাখতে হবে।
হার্টশেপের মুখ হলে চুলের কাটিংটা একটু ব্যালেন্স করে চলতে হবে
● বেশিরভাগ মানুষেরই মুখ হয় হার্টশেপের। যার কারণে আপনার মুখ ‘টপ হেভি’ দেখতে লাগে। এক্ষেত্রে আপনাকে মুখের সঙ্গে ব্যালেন্স করে হেয়ার কাটিং করতে হবে।
আপনার মুখ যদি অধিক দৈর্ঘ্যবিশিষ্ট হয়, তবে ব্যাংস ভালো মানাবে
● আপনার মুখের গঠন অধিক দৈর্ঘ্যবিশিষ্ট হলে ব্যাংস করতে পারেন। এতে আপনার মুখটাকে অনেকটাই ছোট দেখায়। বড় কপালকে ঢাকতেও এই ধরনের হেয়ার কাটিং খুবই সাহায্য করে। কালার চুলে ব্যাংস কাটিং ভালো মানাবে। অন্যদিকে, থুতনির সমান হেয়ার কাটিং এক্ষেত্রে কার্যকরী হতে পারে। এটি ইলুউশন তৈরি করে।
মুখের গঠন ডিম্বাকৃতি হলে চিকবোন, ঠোঁট এবং থুতনির কাছে লেয়ার কাট করুন
● আপনার মুখের গঠন যদি ডিম্বাকৃতি হয়, তবে সেক্ষেত্রে চিকবোন, ঠোঁট এবং থুতনির কাছাকাছি লেয়ার কাট রাখতে পারেন। তাহলে সহজেই নিজের ইচ্ছামতো চুলকে নজরে আনতে পারবেন।