মঙ্গলবার ৪ মার্চ, ২০২৫


নিজেই সেজেছি।

নেট মাধ্যমের প্রভাব পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, ছুটিয়ে নিয়ে চলেছে বাচ্চা-বুড়ো সবাইকে। কোন সমালোচনা না করেই আমার মত হল, কার কী যোগ্যতা আছে সে সব বিচারবুদ্ধি হারিয়ে এক শ্রেণির মানুষ রঙিন দুনিয়ার সমস্ত চাহিদাগুলো পাবার জন্য উদভ্রান্ত, দিশাহারা হয়ে ছুটে বেড়াচ্ছেন। এদিকে, কোভিড পরবর্তী সময়ে অনলাইনে পড়াশোনার জন্য প্রায় সব বাচ্চাদের হাতে চলে এসেছে মোবাইল। চারিদিকে সাজগোজ রং চং দেখে এই বাচ্চা মেয়েটি আবার সাজুগুজুর জন্য পাগল। যদিও সবেই বয়সোচিত একটা মাত্রা থাকা উচিত।

একেবারে দোরগোড়ায় দুর্গাপুজো। সর্বত্র সাজো সাজো রব। নতুন জামা কাপড়ের সঙ্গে সঙ্গে মুখে মেকআপ করতেই হবে। একটু সময় সুযোগ পেয়েই মায়ের সাজুগুজুর জিনিসপত্র নিয়ে নেট মাধ্যমের নানারকম শেখানো ‘বিশেষ’ মেকআপ করে ফেলল সে। খুশিতে বাড়ির সবার কাছে দুর্গাপুজোর ট্রায়াল মেকাআপ নিয়ে হাজির।
ছোটবেলা থেকে সে শুনতে অভ্যস্ত গায়ের রং চাপা। এখনও বেশির ভাগ মানুষ কালো মেয়েকে কালোই বলে। তাই নিজেকে ফর্সা করতে মুখে লাগিয়েছে চড়া মেকআপ। চোখে মেখেছে গাঢ় আইশ্যাড। আর ঠোঁটে লিপস্টিক।

ছোট্ট মেয়েটা জানেই না কীভাবে আইশ্যাডো ব্লেন্ড করতে হয় আর তৈরি করতে হয় লিপ লাইন। মায়ের ড্রেসিং টেবিলে নানা রঙের নেলপলিশ দেখে লাগিয়ে ফেলল এক একটা আঙুলে এক এক রকম। যাইহোক বাচ্চা মানেই নানান আবদার আর বায়না। যা যা মা ব্যবহার করেছেন সবই তাকে ব্যবহার করতে দিতে হবে।
অবশেষে তার চাহিদা অনুযায়ী মা শুরু করলেন তাকে সাজানো। সুন্দর চুলটা ভালোভাবে ব্রাশ করে পিছনে পিন করে দিল যাতে চুলগুলো চোখে মুখে না পড়ে। কারণ চোখের উপর চুল পড়লে সেটা চোখের পক্ষে ক্ষতিকর হতে পারে।
আরও পড়ুন:

সকাল থেকে আকাশের মুখ ভার, কলকাতায় দফায় দফায় বৃষ্টি, শনিবার দিনভর বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস

মাস্কারা লাগিয়েও কাজের কাজ হচ্ছে না? তাহলে চোখের পাতা ঘন করতে ঘরোয়া উপায়ে এগুলি করতে পারেন

ছোটদের যত্নে: সন্তান জ্বরে ভুগছে? কী ভাবে সামলাবেন? রইল ঘরোয়া চিকিৎসার খুঁটিনাটি

ইংলিশ টিংলিশ: ‘হাসি’ মানে শুধুই ‘Laugh’ বা ‘কান্না’ মানে শুধুই ‘Cry’ নয় — শিখে নাও আরও নতুন শব্দ!

গায়ের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে ময়েশ্চারাইজার আর কমপ্যাকট লাগিয়ে দিলেন। তারপর চোখের উপর খুব সামান্য আইসাডো ভালোভাবে ব্লেন্ড করার পদ্ধতি শেখালেন। সেই সঙ্গে লিপ লাইন ধরে কীভাবে লিপস্টিক লাগানো উচিত তাও দেখালেন। অবশেষে সোনামণি খুব খুশি। কারণ তার সাজ আর মায়ের সাজানো দুটো ছবিই তুলে দেখানো হল।

মায়ের সাজানো।

 

বিশেষ সাবধানতা

সব সময় ‘টাইম টেস্টেড ব্র্যান্ডেড’ কসমেটিক্স ব্যবহার করতে উচিত।

বাজারে বহু রকমের উঠতি কোম্পানির নানাবিধ প্রোডাক্ট পাওয়া যায়। এগুলো ব্যবহারের আগে ভালো করে দেখে নিতে হবে। কারণ, ভুল প্রোডাক্ট নির্বাচনের জন্য শরীরের ক্ষতি হতে পারে।

অন্য জনের ব্যবহৃত মেকআপ ব্রাশ কখনই ব্যবহার করা উচিত নয়। বলতে পারেন অনেকটা টুথব্রাশের মতো।

প্রয়োজন ফুরোলে খুব ভালো করে মেকআপ তুলে ফেলতে হবে। এর জন্য নানান রিমুভার আছে। মেকআপ তোলার পর ভালোভাবে জল দিয়ে মুখ ধুয়ে নেওয়া প্রয়োজন। ব্যস, এটুকুই মনে রাখলে যথেষ্ট।

সব ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

লেখিকা শাকম্ভরী বডি অ্যান্ড বিউটি ক্লিনিক-এর প্রধান, যোগাযোগ : ঠিকানা: ২০৩, এপিসি রোড, শ্যামবাজার ফাইভ পয়েন্ট, কলকাতা-৪, মোবাইল: ৯১৬৩৪-১৪৪৪৩, হোয়াটসঅ্যাপ: ৭০০৩৮৯৩৮৮৩


Skip to content