ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে
গরম পোশাকের সম্ভার নিয়ে ফ্যাশনপ্রিয় জনতার সামনে হাজির হয়েছেন বিক্রেতারা। সোয়েটার, টুপি, মোজা, জ্যাকেট তো ছিলই, এবার শীতের পোশাকের তালিকায় নতুন সংযোজন হয়েছে শ্যাকেট। প্রতিটা দোকানে এখন জ্যাকেটের থেকেও শ্যাকেটের চাহিদা বেশি। কিন্তু এই শ্যাকেট আসলে কী? শার্ট আর জ্যাকেটের মধ্যবর্তী পোশাক হল শ্যাকেট। যা দেখতে জ্যাকেটের মতোই। ফ্যাশনের জামানায় শার্টকে এখন নতুন নতুন স্টাইলে পরা হয়। তারই এক প্রকারভেদ হল এই শ্যাকেট। শীতের মরশুমে আট থেকে আশি সকলেই ফার্নেল শার্ট পরতে পছন্দ করেন। এই ফার্নেল শার্ট দিয়েই প্রথম তৈরি হয় শ্যাকেট। শীতের দিনে এই পোশাক দারুণ আরামদায়ক হয়। হালফিলের ফ্যাশন জগতে জ্যাকেটের জনপ্রিয়তাকে ছাপিয়ে গেছে এই শ্যাকেট। এটি খুব একটা ভারী হয় না। তাই বহন করতেও সুবিধা। শীতের ফ্যাশনে একেবারে মানানসই সঙ্গী হয়ে উঠেছে এই পোশাক।
শীতের পিকনিক বা পার্টিতে টাইট জিন্স, মোটা বেল্টের সঙ্গে শ্যাকেট পরলে আপনি নজর কাড়তে বাধ্য। যাঁরা ফ্যাশন নিয়ে কনসার্ন তাঁরা অবশ্যই মনে রাখবেন শ্যাকেট সব সময় লেয়ার করে পরলে দেখতে ভালো লাগে। শার্ট কিংবা স্ট্র্যাপি কোনও ড্রেসের সঙ্গে শ্যাকেট পরলে আপনার শীতের ফ্যাশন একেবারে জমে যাবে। টিশার্ট কিংবা শার্টের সঙ্গে জ্যাকেটের বদলে শীতে আরাম পেতে পরতে পারেন শ্যাকেট। লম্বা ঝুল কোনও ড্রেসের সঙ্গেও ভালো মানাবে এই শ্যাকেটকে। শুধুমাত্র ফ্যাশন নয়, শ্যাকেট শরীরের শেপ সুন্দর রাখতেও সাহায্য করে থাকে।
যাঁরা ভাবছেন শ্যাকেট পরলে হয়তো অনেক বেশি মোটা লাগতে পারে। তাঁদের অবশ্যই এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ, শ্যাকেট পরলে খুব বেশি মোটা একেবারেই লাগে না। বরং শরীরের শেপ সুন্দর থাকে এই শ্যাকেট পরলে। শ্যাকেটের সঙ্গে টাইট জিন্স না পরলেও চেষ্টা করুন ফিটিংস জেগিংস পরার। তাহলেই দেখবেন আপনার অর্ধেক সৌন্দর্য ফুটে উঠবে আপনার ড্রেসআপেই। এছাড়াও শীতকালে শরীর গরম রাখতে লং বুট আর মিনি স্কার্টের সঙ্গেও শ্যাকেট পরতে পারেন। সেক্ষেত্রেও আপনাকে দেখতে বেশ সুন্দর লাগবে। বর্তমানে ফ্যাশনের দুনিয়ায় শ্যাকেটকে অনেক রকমভাবেই ব্যবহার করা হচ্ছে। অভিনেত্রীরাও তাঁদের শীতের ফ্যাশনে এই নয়া পোশাককে আমন্ত্রণ জানিয়েছেন।
বাজারে এখন অনেক ধরনের শ্যাকেট পাওয়া যাচ্ছে। চামড়ার শ্যাকেটের দাম একটু বেশি। তবে চামড়ার শ্যাকেটগুলি দেখতে বেশ সুন্দর লাগে। এছাড়া, প্লেইড প্রিন্টেড শ্যাকেটও পাওয়া যাচ্ছে বাজারে। সেগুলিও দেখতে বেশ ভালো। শীতের মরশুমে জ্যাকেটের সঙ্গে সঙ্গে হিট শ্যাকেটও। তাই শীতকালে প্রতিদিনের ফ্যাশন লিস্টে পঞ্চু, স্টাইলিস্ট টুপি, মাফলার, জ্যাকেটের পাশাপাশি শ্যাকেটকেও রাখতে পারেন আপনি।
শীতের পিকনিক বা পার্টিতে টাইট জিন্স, মোটা বেল্টের সঙ্গে শ্যাকেট পরলে আপনি নজর কাড়তে বাধ্য। যাঁরা ফ্যাশন নিয়ে কনসার্ন তাঁরা অবশ্যই মনে রাখবেন শ্যাকেট সব সময় লেয়ার করে পরলে দেখতে ভালো লাগে। শার্ট কিংবা স্ট্র্যাপি কোনও ড্রেসের সঙ্গে শ্যাকেট পরলে আপনার শীতের ফ্যাশন একেবারে জমে যাবে। টিশার্ট কিংবা শার্টের সঙ্গে জ্যাকেটের বদলে শীতে আরাম পেতে পরতে পারেন শ্যাকেট। লম্বা ঝুল কোনও ড্রেসের সঙ্গেও ভালো মানাবে এই শ্যাকেটকে। শুধুমাত্র ফ্যাশন নয়, শ্যাকেট শরীরের শেপ সুন্দর রাখতেও সাহায্য করে থাকে।
যাঁরা ভাবছেন শ্যাকেট পরলে হয়তো অনেক বেশি মোটা লাগতে পারে। তাঁদের অবশ্যই এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ, শ্যাকেট পরলে খুব বেশি মোটা একেবারেই লাগে না। বরং শরীরের শেপ সুন্দর থাকে এই শ্যাকেট পরলে। শ্যাকেটের সঙ্গে টাইট জিন্স না পরলেও চেষ্টা করুন ফিটিংস জেগিংস পরার। তাহলেই দেখবেন আপনার অর্ধেক সৌন্দর্য ফুটে উঠবে আপনার ড্রেসআপেই। এছাড়াও শীতকালে শরীর গরম রাখতে লং বুট আর মিনি স্কার্টের সঙ্গেও শ্যাকেট পরতে পারেন। সেক্ষেত্রেও আপনাকে দেখতে বেশ সুন্দর লাগবে। বর্তমানে ফ্যাশনের দুনিয়ায় শ্যাকেটকে অনেক রকমভাবেই ব্যবহার করা হচ্ছে। অভিনেত্রীরাও তাঁদের শীতের ফ্যাশনে এই নয়া পোশাককে আমন্ত্রণ জানিয়েছেন।
বাজারে এখন অনেক ধরনের শ্যাকেট পাওয়া যাচ্ছে। চামড়ার শ্যাকেটের দাম একটু বেশি। তবে চামড়ার শ্যাকেটগুলি দেখতে বেশ সুন্দর লাগে। এছাড়া, প্লেইড প্রিন্টেড শ্যাকেটও পাওয়া যাচ্ছে বাজারে। সেগুলিও দেখতে বেশ ভালো। শীতের মরশুমে জ্যাকেটের সঙ্গে সঙ্গে হিট শ্যাকেটও। তাই শীতকালে প্রতিদিনের ফ্যাশন লিস্টে পঞ্চু, স্টাইলিস্ট টুপি, মাফলার, জ্যাকেটের পাশাপাশি শ্যাকেটকেও রাখতে পারেন আপনি।