রোজ দিন একেবারে নিয়ম মেনে শরীরচর্চা করছেন? একটুও উনিস-বিশ হতে দেন না ডায়েটে? তাও ওজন মাপার সময় মাথায় হাত? ওজন যন্ত্র এক এক সময়, এক রকম দেখাচ্ছে? খেয়াল করে দেখুন, আপনি হয়তো ভুল ভাবে ওজন মাপছেন। আসলে ওজন মাপার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। সেই সব নিয়েমে গোলমাল হলে ওজন যন্ত্র ভুল হিসেব দেখাতে পারে। তাহলে কী ভাবে ওজন মাপলে ঠিকঠাক ভাবে বুঝতে পারবেন কতটা ওজন কমল না বাড়ল? রইল সমাধান।
আরও পড়ুন:
আরও পড়ুন:
তবে খেয়াল করবেন, বার বার ওজন মাপায় নিয়ে যেন আপনি আবার উদ্বিগ্ন না হয়ে পড়েন। আপনি কোনও ভাবে হীনমন্যতায় ভুগলে বা আপনার মধ্যে উদ্বেগ কাজ করলে ওজন মাপা বন্ধ রাখুন।