বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫


ছবি: প্রতীকী।

চুল পড়ার সমস্যা একটি পরিচিত সমস্যা। এই সমস্যায় জেরবার নয় এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আজকাল শীত-গ্রীষ্ম-বর্ষা কোনও ঋতুতেই চুল পড়া বন্ধ হয় না। উপরি হিসেবে সময় বিশেষে হাজির হয় খুশকি। হরেক তেল, শ্যাম্পু ব্যবহার করেও এর সমাধান হয় না।
 

তাহলে সমাধান কীভাবে?

আশার কথা শুনিয়েছেন কেশচর্চা শিল্পীরা। তাঁদের কথায়, অ্যালো ভেরার সঙ্গে একটি বিশেষ উপাদান ব্যবহার করলে ফল পাওয়া যাবে। কী সেটি? তাঁদের বক্তব্য, চুল পড়ার সমস্যায় অ্যালো ভেরার সঙ্গে এক চিমটে কর্পূর মিশিয়ে মাখলে সমস্যা খানিকটা মিটবে। আর নারকেল তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে মাখার প্রথা বেশ পুরনো। কিন্তু অ্যালো ভেরার সঙ্গে কর্পূর কখনও মাখেননি? কী ভাবে মাখবেন?

আরও পড়ুন:

সপ্তাহে এক দিনই যথেষ্ট না কি প্রতিদিন? শ্যাম্পু করার নিয়ম জানা? ঝলমলে চুল পেতে আর কী করবেন?

লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশন, পর্ব-৮: ইতালিয়ান নিওরিয়ালিজম এবং ডি সিকার বাইসাইকেল থিভস

এমনিতে অ্যালো ভেরা খুবই উপকারী। এতে রয়েছে ভিটামিন এ, সি, ই সহ একাধিক স্বাস্থ্যকর উপাদান। এই ভেষজ মাথার ত্বকে প্রদাহজনিত সমস্যা নিয়ন্ত্রণেও সাহায্য করে। বিশেষজ্ঞদের কথায়, এই অ্যালো ভেরা সঙ্গে কর্পূর মিশিয়ে ব্যবহার করলে মাথার রক্ত চলাচল বেশ ভালো হয়। আমদের হেয়ার ফলিকলে ঠিকঠাক অক্সিজেন পৌঁছে যায়। যা নতুন করে চুল গজানোর জন্য পরিবেশ তৈরি করে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১০৭: লুকাবো বলি, লুকাবো কোথায়?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯o: মা সারদার কথায় ‘ঈশ্বর হলেন বালকস্বভাব’

 

কীভাবে বানাবেন?

একটি ছোট পাত্র নিন। এতে এক চিমটে গুঁড়ো কর্পূর এবং ২ টেবিল চামচ অ্যালো ভেরার শাঁস নিন। এর পর এক টেবিল চামচ নারকেল তেল। এবার ভালো করে মিশিয়ে নিন। কর্পূর সম্পূর্ণ ভাবে গলে না যাওয়া পর্যন্ত ফেটাতে থাকুন। ভালো করে মেশানো হয়ে গেলে স্নান করার আগে মাথায় ভালো করে মেখে নিন। ওই ভাবে অন্তত আধ ঘণ্টা থাকুন। এর পর শ্যাম্পু করে নিন। এই বিশেষ ধরনের মাস্ক সপ্তাহে দু’বার মাখলে খুশকির সমস্যা মিটবে। আবার চুল পড়ার পরিমাণ কমবে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content