ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
চোখের সাজের জন্য কাজলের গুরুত্ব ঠিক কতটা তা আমরা সকলেই জানি। যাঁরা মেকআপ করতে জানেন না, তাঁরা আর কিছু জানুক বা না-জানুক চোখে কাজল লাগাতে জানেন। চোখের কাজল যাতে ঘেঁটে না যায় তার জন্য অনেকেই স্মাজ প্রুফ কাজল ব্যবহার করেন। তবে যত দামি কাজলই হোক না কেন তা ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই কাজল ঘেঁটে যাওয়া থেকে রেহাই পেতে জেনে নিন কিছু সহজ উপায়—
● প্রথমে কাজল পরার বেশ কিছুক্ষণ আগে একটি নরম কাপড়ে বরফ নিয়ে সেটিকে চোখের চারপাশে ভালোভাবে মাসাজ করে নিন। এতে আপনার ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর হয়ে যাবে এবং কাজল দীর্ঘস্থায়ী হবে।
● কাজল পরার আগে চোখের চারপাশে সিসি ক্রিম বা যেকোনও ক্রিম ভালো করে লাগিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে ক্রিম যেন ত্বকের সঙ্গে ভালোভাবে মিশে যায়। এরপর আপনি নিশ্চিন্তে কাজল পরতে পারেন।
● কাজল পরার পর ওয়াটার প্রুফ আইলাইনার পরা অত্যন্ত জরুরি। কারণ আইলাইনার কাজলটিকে ধরে রাখতে সাহায্য করবে এবং ঘেঁটে যাওয়ার আশঙ্কাও কম থাকবে।
● কাজল পরার আগে চোখের ওপর একবার পাউডার লাগিয়ে নিতে পারেন, এতে আপনার চোখের আর্দ্রতা দূর হবে এবং আপনার কাজল বা লাইনার ঘেঁটে যাওয়ার সম্ভাবনা কম থাকবে।