ছবি: প্রতীকী। সংগৃহীত।
শরীরী আবেদন যেন তেন প্রকারেণ বাড়াতেই হবে। খোলামেলা পোশাকে উঁকিঝুঁকি দেবে উপচে পড়া যৌবন। যা নজরে নিয়ে আসবে সকলের। হলিউডের দেখাদেখি তাই কবেই প্লাস্টিক সার্জারি করে স্তন প্রতিস্থাপনের পথে হেঁটেছেন অনেক বলিউড নায়িকা। অস্ত্রোপচারের ঝুঁকি, প্রাণের আশঙ্কাকে কিছ পরোয়া নেহি! স্তনের সৌন্দর্য বাড়াতেই হবে, তাতেই যেন আত্মবিশ্বাসের চাবিকাঠি লুকিয়ে আছে — এমনটাই মনে করেন বহু নায়িকা। কেবল নায়িকারাই নন, অনেক সাধারণ মহিলাও এ পথে চলেছেন।
কসমেটিক সার্জারির মধ্যে এখন অন্যতম জনপ্রিয় হল ব্রেস্ট ইমপ্লান্ট বা স্তন প্রতিস্থাপন। বিশ্ব জুড়ে এর প্রচলন বাড়ছে ক্রমশ। স্তন ক্যানসারের মতো অসুখের প্রকোপে অনেক ক্ষেত্রে মহিলাদের স্তনহানী হয়। আপনিও কি স্তনের আকার নিয়ে খুশি নন? স্তন বড় করার কথা ভাবছেন? অস্ত্রোপচার না করে প্রাকৃতিক উপায়েও কিন্তু স্তনের আকার বাড়ানো যায়। রইল তার হদিস।
আরও পড়ুন:
ঋতুস্রাবের যন্ত্রণায় কাবু? ওষুধ না খেয়েই এক টোটকায় কমবে ব্যথা
রিভিউ: ‘জানে জাঁ ‘উত্তর ফাল্গুনী’র কথা মনে করিয়ে দেয়
চিকিৎসকদের মতে, কিছু বিশেষ তেলে দিয়ে মালিশ করে, ডায়েটে কিছু পরিবর্তন এনে এবং কিছু যোগাসন নিয়মিত অভ্যাস করলে প্রাকৃতিক ভাবেই স্তনের আকার বাড়ানো যায়।
কোন যোগাসনে স্তনের আকার বাড়ে?
আরও পড়ুন:
অমর শিল্পী তুমি, পর্ব-১২: ওই স্মৃতি ভুলতে কি আর পারি…
আলিয়ার চিৎকার-চেঁচামেচিতে চটে যান, তাঁকে পরতে দেন না লিপস্টিকও না, যদিও নিন্দায় নির্বিকার রণবীর!
স্তন বাড়াতে ডায়েটে কী কী রাখবেন?