শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

আপনি কি অন্তঃসত্ত্বা হতে চলেছেন। এই অবস্থায় শরীরচর্চা করা নিয়ে অনেকের মনেই সন্দেহ আছে। যদিও স্ত্রীরোগ বিশেষজ্ঞরা বলেন, নির্দিষ্ট কিছু শরীরর্চচা এই সময়ে করা যেতে পারে।
 

কেমন হবে সেগুলি?

স্কোয়াট

এটি করতে প্রথমে সোজা হয়ে দাঁড়ান। হাত দু’টিকে এক জড়ো করুন এবং কোমর থেকে শরীরের উপরের অংশ সামনের দিকে অল্প করে ঝোঁকান। এই ব্যায়াম ১৫ থেকে ২০ বার করুন।

 

নি পুশ আপ

এই শরীরচর্চাটি করতে প্রথমে বজ্রাসনে বসুন। এরপরে হাঁটুতে ভর দিয়ে পুশ আপ দেওয়ার ভঙ্গীতে ১০ থেকে ১৫ বার শরীরটা আস্তে আস্তে তুলুন।

আরও পড়ুন:

বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-৬: খলনায়ক থেকে নায়ক

৭টি কারণে শুধু চিৎ হয়েই ঘুমোবেন, রোজ রোজ এ ভাবে শুলে কী প্রভাব পড়ে শরীরে?

 

সাইড লাইং লেগ

এই যোগাসনটি করতে প্রথমে মাদুরের উপর লম্বা হয়ে শুয়ে পড়ুন। এর পরে হাতের উপর ভর দিয়ে ডান পাশ ফিরে বাঁ পা হালকা উপরের দিকে আস্তে আস্তে তুলুন। এরকম ভাবে ১০ বার পা তুলুন। এইরকম ভাবে বাঁ পাশ ফিরে ডান পা একই ভাবে ১০ বার তুলুন।

জ্যোতির্লিঙ্গ যাত্রাপথে, পর্ব-৪: কাশীর পথে-ঘাটে

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-৮: হৃদয়মন্দিরে মন শুদ্ধ করে দেবতা প্রতিষ্ঠা করলে তবেই তো দেবতার পুজো হবে

 

সাঁতার

সুইমিং করতে পারলে এইসময় খুব ভালো হয়। বাড়ির কাছাকাছি কোন অ্যাকোয়া অ্যারোবিক ক্লাস থাকলে, সেখানেও আপনি চাইলে যেতে পারেন।


Skip to content