ছবি প্রতীকী
হালকা জ্বর কিংবা বদহজম, এরকম যে কোনও কারণেই বমি হতে পারে। কারও কারও আবার গাড়িতে উঠলেই গা গুলতে থাকে। অনেক সময়ে তাঁরা সামলাতে না পেরে বমিও করে ফেলেন। বার বার বমি হলেই খুব দুর্বল হয়ে যায় শরীর। তখন ওষুধ খাওয়ারও মতো অবস্থা থাকে না আর। তাতে অস্বস্তি আরও বাড়তে থাকে।
এমন ক্ষেত্রে কাজে লাগতে পারে ঘরোয়া কিছু টোটকা, যা দিয়ে সহজেই বমি বন্ধ করা যায়। বমি হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ তো খেতেই হবে। তা ছাড়াও কয়েকটি ঘরোয়া উপায় জেনে রাখা যায়।
এমন ক্ষেত্রে কাজে লাগতে পারে ঘরোয়া কিছু টোটকা, যা দিয়ে সহজেই বমি বন্ধ করা যায়। বমি হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ তো খেতেই হবে। তা ছাড়াও কয়েকটি ঘরোয়া উপায় জেনে রাখা যায়।
লবঙ্গ খুব কাজের
আরও পড়ুন:
মাঘেই শীত উধাও, শুক্রবার কলকাতায় আরও গরম বেড়েছে, কী বলছে হাওয়া দফতর
মাধ্যমিক ২০২৩: পাঠ্যবই খুঁটিয়ে পড়লে বাংলায় বেশি নম্বর পাওয়া কঠিন নয়
আদার রস
আরও পড়ুন: