![](https://samayupdates.in/wp-content/uploads/2022/11/periods.jpg)
ছবি প্রতীকী
গরম সেঁক
খুব হালকা গরম কোনও হট ব্যাগ বা ইলেকট্রিক হটব্যাগ বা গরম কিছু জড়িয়ে যদি সেঁক দেওয়া যায়, তাহলে পেটের ব্যথা অনেকটাই কমে যেতে পারে।
হালকা গরম জলে স্নান
বাড়িতে বাথটব থাকলে একটা ‘ওয়র্ম বাথ’ নিতে পারেন। এ ছাড়া হালকা গরম জলে স্নান করলে পেলভিক পেশিগুলো আলগা হয়, ফলে ব্যথা কমে যায়। ব্যথা কমাতে মিনিট পনেরো স্নান করলে উপকার পাবেন।
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/11/earthquake-strikes-Nepal.jpg)
বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, কম্পনের মাত্রা ছিল ৬.৯
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/11/Fish-1.jpg)
পুকুরে ‘মাছের গুঁতো’য় অচৈতন্য যুবক, হাসপাতালে ভর্তি আশঙ্কাজনক অবস্থায়
এসেনশিয়াল অয়েল
গবেষণা বলছে, ল্যাভেন্ডার কিংবা গ্রেপসিড এসেনশিয়াল অয়েল যে কোনও ধরনের ব্যথা থেকে মুক্তি দিতে পারে। এই সব অয়েল পেট ব্যথার জায়গায় যদি মাসাজ করে লাগাতে পারেন, তাহলে আরাম পাবেন।
আদা ও দারচিনি
সবচেয়ে ভালো হয় এই সময় যদি চা বা গরম পানীয়র সঙ্গে আদা ও দারচিনির খেতে পারেন। এতে ব্যথার নিরাময়ও হবে।
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/11/hera-pheri.jpg)
কিছুতেই কাটছে না জট, ‘হেরাফেরি ৩’ এ ‘রাজু’-র চরিত্রে অক্ষয়কেই চান ‘শ্যাম’ সুনীল, ঘোর চিন্তায় কার্তিক?
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/11/geeta-dutt-8.jpg)
দশভুজা: যে গান যায়নি ভোলা— প্রাক জন্মদিনে তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধার্ঘ্য…/১
যোগব্যায়াম
ঋতুস্রাবের সময় শরীরচর্চা অনেকের কাছেই ক্লান্তিকর মনে হতে পারে। কিন্তু যদি যোগব্যায়ামের নির্দিষ্ট কিছু আসন করা যায়, তাহলে উপকার পাবেন। সহজ কিছু যোগ ব্যায়াম আছে যেগুলি অভ্যাস করলে পিরিয়ডের ব্যথা থেকে অচিরেই মুক্তি পাওয়া যেতে পারে।