সোমবার ২৩ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

আপনি কি অফিসে কর্মরতা? সারাদিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকেন? অফিস এবং সংসার দু’ দিক সামলাতে গিয়ে নিজের দিকে তাকানোর একদমই সময় পাচ্ছেন না। বিশেষ করে চরম অবহেলা করে ফেলছেন চুলকে?
তাহলে আপনাদের জানিয়ে রাখি, খুব অল্প যত্নেই চুল কিন্তু সুন্দর এবং সুস্থ হয়ে ওঠে। একটু নিয়ম করে যদি আমরা চুল আচড়াই তাহলে রক্ত সঞ্চালন ঘটে আমাদের মাথার ত্বক খুব ভালো থাকে। কিন্তু অধিক ব্যস্ততার কারণে চুলের সেটুকু যত্ন নেওয়ার সময় থাকে না আমাদের অনেকেরই। তাই তাদের জন্যই রইল কিছু ঘরোয়া টিপস যাতে সহজে চুলকে ভালো রাখা যায় বা যত্নে রাখা যায় স্বপ্নের চুলকে।

আমরা শ্যাম্পু করার পর চুল তাড়াতাড়ি শুকোবার জন্য অনেকেই হেয়ার ড্রায়ার ব্যবহার করে থাকি। এতে চুলের স্বাভাবিক তৈলাক্ত ভাব নষ্ট হয়ে যায় এবং চুল রুক্ষ হয়ে পড়ে। তাই যদি শ্যাম্পু করতে হয় তাহলে হাতে সময় নিয়ে শ্যাম্পু করুন। হেয়ার ড্রায়ার ব্যবহার না করাই ভালো।
চুল ভাল রাখতে বাড়িতেই নারকেলের দুধ, অ্যালোভেরা আর মেথি দিয়ে প্রাকৃতিক উপায়ে তৈরি করে ফেলুন কন্ডিশনার। শ্যাম্পু করার পর এই কন্ডিশনার ব্যবহার করলে আপনার চুল হয়ে উঠবে স্বাস্থ্যোজ্জ্বল এবং মসৃণ।
অনেককেই চুল খুলে বাইরে বেরোন। কিন্তু চুল ভালো রাখতে বাইরে বেরোনোর সময় চুল খুলে না যাওয়াই ভালো। কারণ ধুলোবালি, রোদ এদের সংস্পর্শে এসে চুল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। বিশেষ করে চড়া রোদ চুলের খুব ক্ষতি করে।
সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির হাত থেকে চুলকে রক্ষা করতে বাইরে বেরোনোর আগে একটি স্কার্ফ মাথায় বেঁধে নিন। চুল বেধে একটি স্কার্ফ বেঁধে নিলে চুলও ভালো থাকবে এবং একটি নতুন লুক এনে দেবে আপনাকে।


Skip to content