রবিবার ১৭ নভেম্বর, ২০২৪


ছবি : প্রতীকী।

আজকাল খুব কম বয়সে টাক পড়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। খুব কম বয়েসেই অনেকের মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। ফলে অল্প বয়সিরা ব্যস্ত হয়ে পড়ছেন নানা রকম জিনিসপত্র ব্যবহার করতে। এতে গোড়ায় গলদ থেকে যাচ্ছে। এতে টাকা খরচ হলেও লাভের লাভ কিছুই হয় না। এর কারণ অনুসন্ধান করতে আর যে চুল অবশিষ্ট থাকে, তাও উঠে যায়। দেখা যাচ্ছে অনেক পুরুষই চুলের যত্ন নিতে গিয়ে কিছু ভুল করে ফেলেন। তবে ওই সব ভুল এড়িয়ে চলতে পারলে কম বয়সে একমাথা টাক নিয়ে ঘুরতে হবে না।
 

কোন ৩ ভুল করেন ছেলেরা?

 

কন্ডিশনারের ব্যবহার

অনেক ছেলেরা মনে করেন কন্ডিশনার শুধু মেয়েদের জন্য। এই ধারণা সঠিক নয়। কারণ নারী-পুরুষ নির্বিশেষে শ্যাম্পু করলে চুলের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। এটাই সত্য। তাই সবারই ভালো কোনও কন্ডিশনার ব্যবহার করা প্রয়োজন।

আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৮৫: সত্যব্রতর অনুমান

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬৯: সুন্দরবনের পাখি—পানকৌড়ি

 

মাথায় গরম জল দেওয়া

অনেকেই হয়তো জানেন না, চুলের স্বাস্থ্যের জন্য প্রচণ্ড গরম জল অন্যন্ত ক্ষতিকর। সবচেয়ে ভালো হয় ঈষদুষ্ণ জলে শ্যাম্পু করা। কিন্তু অনেকেই এ বিষয়ে ধারণা থাকে না, তাই তাঁরা না বুঝেই রোজ দিন গরম জলে চুল ধুয়ে নেন। এতে কিন্তু চুল পড়ার সমস্যা আরও বেড়ে যায়।

আরও পড়ুন:

বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি: বাংলা বুকের ভিতরে

পর্দার আড়ালে, পর্ব-৬২: সত্যজিৎ রায় রুপটান শিল্পীকে বলেছিলেন, উত্তমকুমারের কোনও মেকআপ করার

 

শ্যাম্পু করা

অনেকের ধারণা, ছোট চুল মানেই তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তাই রোজ দিনই শ্যাম্পু করে ফেলছেন। এর ফলে কিন্তু
চুলের খুবই ক্ষতি হয়ে যাচ্ছে। প্রতিদিন মাথার ত্বক ও চুলের ধুলো-ময়লা-তেল পরিষ্কার করতে রোজ শ্যাম্পু করলে চুল অনেক তাড়াতাড়ি রুক্ষ হয়ে যাবে। এতে চুল পড়ার সমস্যা আরও বাড়বে। সঙ্গে আরও প্রাণহীন দেখাবে চুল।


Skip to content