শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী।

বেশির ভাগ ক্ষেত্রেই পরকীয়া মানেই সোজা অভিযোগের আঙুল ওঠে পুরুষের দিকে। পরকীয়া কেন করেন? কারা করেন? এরকম প্রশ্নের উত্তর একঝলকে খুঁজে পাওয়া এত সহজ ব্যাপার নয়। যদিও হালের সমীক্ষা বলছে, শুধু পুরুষ নয়, পরকীয়া নিয়ে সমান ভাবে আগ্রহী মহিলারাও। আর মূলত যৌনজীবনে একঘেয়েমির জন্যই মহিলারা সে দিকে ঝুঁকছেন।
প্রায় ৩০ বছর ধরে নিউ ইয়র্কের লেখক সুসান শাপিরো বারাস মহিলাদের পরকীয়ায় জড়ানো নিয়ে গবেষণা করছেন। সম্প্রতি মহিলাদের পরকীয়া নিয়ে সুসান একটি সমীক্ষা চালিয়েছিলেন। সেই সমীক্ষা চমকপ্রদ তথ্য উঠে এসেছে। সেখানে দেখা গিয়েছে, শুধু অল্প বয়সি যুবকরাই নয়, ৫৫ বছর পার করা মহিলাদের মধ্যেও পরকীয়ায় জড়ানোর প্রবণতা থাকে। সমীক্ষা করে দেখা গিয়েছেন, মহিলারা ঋতুবন্ধের পরেও পরকীয়ার দিকে ঝুঁকছেন।
আরও পড়ুন:

যৌনমিলনে সমস্যা? মুশকিল আসান হতে পারে এই সব যোগাসনে

মহাকাব্যের কথকতা, পর্ব-৭০: পিতার সমালোচক রাম শুধুই মানুষ, তবু তিনি কেন পুরুষোত্তম?

আশ্চর্যের বিষয় হল, ৮০ বছর বয়সি মহিলারাও স্বীকার করেছেন পরকীয়তার কথা। সুসান শাপিরো বারাস কথা বলে দেখেছেন মহিলাদের মধ্যে পরকীয়ায় জড়ানোর নিয়ে কোনও আক্ষেপও নেই। বেশি বয়সের মহিলারা পরকীয়ায় কেন জড়িয়ে পড়েন ওই সমীক্ষায় তার চারটি মূল কারণ সামনে এসেছে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫৩: মহীয়সী গৃহস্থনারী মা সারদা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৫: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— আমুর ও গোশিঙা

 

কী সেই চার কারণ

 

অপূর্ণ শারীরিক সুখ

দাম্পত্যে শারীরিক সুখ না পাওয়াও একটি বড় কারণ। সেক্ষেত্রে কোনও কোনও মহিলা বেশি বয়সেও অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। এমনকি, জড়িয়ে পড়ছেন শারীরিক সম্পর্কে।
 

ক্ষমতা হারানোর ভয়

সংস্থার উচ্চ পদে আসীন পুরুষকর্মী অনেক সময়ই ক্ষমতা প্রদর্শন করে কম বয়সি মহিলা কর্মীদের সঙ্গে পরকীয়া করেন এমন কথা প্রায়ই শোনা যায়। অন্যদিকে, ঠিক একই ভাবে বয়সে বড় মহিলারাও অল্প বয়সি পুরুষকর্মীদের সঙ্গে জড়িয়ে পড়ছেন শারীরিক সম্পর্কে। কেউ কেউ কেউ ক্ষমতা হারানোর ভয়ে, কেউ আবার বয়স বেড়ে যাওয়ার শঙ্কা থেকে এমনটা করছেন।

আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-২: যতই দেখি তারে, ততই দহি…

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৫: প্রথম ভারতীয় সিভিলিয়ান সত্যেন্দ্রনাথ ভেবেছিলেন পরীক্ষায় পাশই করবেন না

 

যৌনজীবনে বৈচিত্রের অভাব
বয়সের একটি পর্যায়ে এসে মহিলাদের যৌন চাহিদা কমে যায়, এটা ঠিক নয়। যদিও তাঁরা একই রকম যৌনজীবনও উপভোগ করেন না। বয়সের বিভিন্ন পর্যায়ে এসে মহিলারা যৌনজীবনেও বৈচিত্রের খোঁজ করেন।
 

স্বামীর থেকে ভালোবাসা না পাওয়া
অনেক মহিলাকেই সংসার, স্বামী ও ছেলেমেয়ের জন্য অনেকটা সময় ব্যয় করতে হয়। এসব করেও তাঁরা স্বামীর থেকে ঠিক মতো ভালোবাসা পান না। এর জন্যও মহিলারা অনেক সময় পরকীয়ার দিকে ঝুঁকছেন।


Skip to content