শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


পলাশের দেশে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। কচি পাতার আগমন, কোকিলের কুহুতান সবই এই বসন্তের দান। হালকা উষ্ণ কোমল হাওয়ায় গা ভাসিয়ে বসন্তের সাজ করে তুলুন আরও রঙিন। হলুদের পরশ গায়ে মেখে রঙিন পোশাকে নিজেকে ভিড়ের মাঝে আলাদা করে তুলুন। তবে বসন্তের সাজে পোশাকের তালিকায় কী রাখবেন এখনও বুঝতে পারছেন না? চিন্তার কোনও কারণ নেই। কারণ বসন্তের পোশাকে এবার অভিনবত্ব নিয়ে হাজির ‘ঘরোয়া’ বুটিক। বসন্ত কালেকশনে এখানে রয়েছে রঙিন মেখলা ও র্যা পার। পাশাপাশি রঙিন শাড়িও রয়েছে ‘ঘরোয়া’-য়।
এখানে পাবেন খেস, কাঁথাস্টিচের উপর রঙিন র্যাড়পার। যা গরমে আরামদায়কও হবে আবার আপনার বসন্তের সাজে অভিনবত্বও আনবে। এগুলির দাম শুরু ৮০০ টাকা থেকে। ১০০০-১২০০ টাকার মধ্যেও নানান ডিজাইনের সুতির র্যারপার পেয়ে যাবেন ‘ঘরোয়া’য়। র্যাডপার-এর পাশাপাশি নানা রঙের মেখলার সম্ভার এনেছেন ঘরোয়া বুটিকের কর্ণধার জয়িতা মুখোপাধ্যায়। তাঁর কথায়, বর্তমানে মেখলার প্রচুর চাহিদা রয়েছে। রোজকার পরার জন্য ১০৫০ টাকা থেকে ৩২৫০ টাকার মধ্যে কটন মেখলা পেয়ে যাবেন এই বুটিকে। এই ধরনের মেখলা পরলে লুকটা একটু অন্যরকম হয় এবং সাজটাও বেশ ভালো লাগে। যার কারণে এর এত চাহিদা। ‘ঘরোয়া’ বুটিকে আপনি পেয়ে যাবেন নানারকমের ডিজাইনার মেখলা। যার দাম শুরু ৩০০০ টাকা থেকে। ৬৫০০ টাকা পর্যন্ত দামের দারুণ সুন্দর ডিজাইনের রঙিন মেখলাও পেয়ে যাবেন এখানে। আপনার পছন্দমতো ডিজাইনের মেখলাও পেয়ে যাবেন এই বুটিকে। এছাড়াও, চান্দেরী, সিল্ক, কটন, খেস, হ্যান্ডলুমের শাড়ি পাবেন ‘ঘরোয়া’য়। শাড়িগুলোর দাম শুরু ১০৫০ টাকা থেকে। কাস্টমাইজড শাড়ি ও মেখলাও তৈরি হয় এই বুটিকে। ‘ঘরোয়া’য় হোয়াটস অ্যাপের মাধ্যমেই আপনি বুক করতে পারেন র্যা পার, মেখলা, শাড়ি। ফেসবুক পেজেও দেখে নিতে পারেন ‘ঘরোয়া’র অন্দরমহল।
আগামী ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘ঘরোয়া’র প্রদর্শনী। চলবে ১২ এপ্রিল পর্যন্ত। প্রদর্শনী চলাকালীন ঘরোয়া-র সব আইটেমেই থাকবে ১০ থেকে ২০ শতাংশ ছাড়। তাই পছন্দের পোশাক পেতে এই সময় ‘ঘরোয়া’র অন্দরে একবার ঢুঁ মেরে দেখা যেতেই পারে।

ঠিকানা: ১/৫৭বি, ডোভার প্লেস, কলকাতা-৭০০০১৯, ফোন: ৯৮৩০১৯২০৮৭

Skip to content