ছবি: প্রতীকী। সংগৃহীত।
নখ ভেঙে যাওয়ার সমস্যায় কী কী খাবার পাতে রাখবেন?
প্রোটিন, ভিটামিন, খনিজ পদার্থ
● খুব দামি কোনও প্রোটিন সাপ্লিমেন্ট খেলেই যে এই সমস্যার সমাধান হবে তার কোনও মানে নেই। সাধারণ খাবারের মধ্যেই থাকে যথেষ্ট পরিমাণ প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন, খনিজ পদার্থ।
ভিটামিন ডি এবং ক্যালশিয়াম
● নখ ভালো রাখার জন্য সবচেয়ে বেশি দরকারি হল ভিটামিন ডি এবং ক্যালশিয়াম। দুধ কিংবা দুধ দিয়ে তৈরি যে কোনও খাবারেই যথেষ্ট ভিটামিন ডি এবং ক্যালশিয়াম থাকে।
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৪: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— উকড়ি বেগুন, মধুফল ও নিশিন্দা
মহাকাব্যের কথকতা, পর্ব-৬৮: আনন্দের নির্বাসন থেকে উত্তরণের উপায়?
তেলযুক্ত মাছ
● এরই পাশাপাশি, খেতে হবে তেলযুক্ত মাছ। তাতে প্রোটিন এর সঙ্গে সঙ্গে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডও পাওয়া যায়। এই দু’টি উপাদানই নখের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এই সব উপাদান থেকে বাড়ে নখের জোর।
ফল
● কমলালেবু, কিউই, স্ট্রবেরির মতো কিছু ফল খাওয়াও খুব জরুরি। এতে থাকা ভিটামিন সি থেকে কোলাজেন তৈরি হয়, যা নখকে শক্ত করে।
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫২: দেশহিতৈষী মা সারদা
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৮: জ্ঞানদানন্দিনী দেবী—উনিশ শতকের বলিষ্ঠ লেখক এবং সমাজসংস্কারক
ডিম
● এ সবেরই সঙ্গে অবশ্যই খেতে হবে ডিম, বাদাম, বিনসের মতো খাবার। এ সবেই আছে প্রচুর পরিমাণ আয়রন। তার প্রভাবেও বাড়বে নখের শক্তি। ফলে অল্পতেই ভেঙে যাবে না নখ।