শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

আপনার বাড়িতে যদি কোনও পোষা কুকুরছানা থাকে তাহলে সে সারাটা দিনই বাড়িটাকে আনন্দে ভরিয়ে রাখে। তার যত্ন-আত্তিতে আপনিও কোনও ত্রুটি রাখেন না। তার স্নান থেকে ঘুম, খাওয়াদাওয়া— সব দিকেই আপনার কড়া নজর। পরিবারের আর পাঁচটা সদস্যের মতো অজান্তেই সে পরিবারের এক জন হয়ে উঠেছে। আপনারা যা যা খান, কুকুরছানাটিকেও সেগুলি খেতে দেন। এই অভ্যাস কিন্তু বিপদ ডাকতে পারে। আসলে মানুষ খায়, এমন বহু খাবারই কুকুরকে খাওয়ানোটা ঠিক না। এতে কুকুরছানার ক্ষতি হতে পারে। জেনে নিন, কোন খাবারগুলি আপনার জন্য ভালো হলেও, আদতে কুকুরদের জন্য ক্ষতিকারক।
 

কোন কোন খাওয়ারে সতর্ক হতে হবে?

 

চকোলেট

চকোলেটে থাকে মিথেলজ্যান্থিন নামে একটি যৌগ। মিথেলজ্যান্থিন কুকুরের বিপাকপ্রক্রিয়া বন্ধ করে দিতে পারে। সামান্য চকোলেট, বিশেষ করে ডার্ক চকোলেট খাওয়ার পর কুকুরছানার ডায়েরিয়া এবং বমি হতে পারে। বেশি মাত্রায় চকোলেট খাওয়ালে খিঁচুনি, হৃদ্যন্ত্রের কার্যকারিতা কমে যেতে পারে। এমনকি মৃত্যুও হতে পারে।

আরও পড়ুন:

ক্যাবলাদের ছোটবেলা, পর্ব-৩২: কে বলে ঈশ্বর গুপ্ত?

মুভি রিভিউ: সত্যঘটনা অবলম্বনে ভায়োলেন্ট ওয়েব সিরিজ ‘ভাউকাল’ ভালো লাগবে

 

দুধ

দুগ্ধজাত কোনও খাবার যেমন ছানা, পায়েস, মিষ্টি কুকুরছানাকে ভুলেও দেবেন না। কিছু শর্করা ও ফ্যাটি অ্যাসিডকে হজম করার মতো উৎসেচক থাকে না কুকুরদের শরীরে। আর তাতেই হয় সমস্যা।

আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৫৮: কোন অজানায় ‘পথে হল দেরী’

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫০: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—গরিয়া, গোলপাতা ও হেতাল

 

অ্যাভোকাডো

এই ফলে পারসিন নামে একটি যৌগ থাকে, যা বেশি মাত্রায় কুকুরের পেটে গেলে তার অস্বস্তি হতে পারে। এই ফল প্রিয় পোষ্যটিকে না দেওয়াই ভালো।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯০: সাহেবের বেশ না-পরে ফিরেছিলেন সাহেবের দেশ থেকে

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৪: অপরাজিতা রাধারাণী

 

আঙুর ও কিশমিশ

ভুলেও এই দুই ফল পোষ্যকে দেবেন না। এই ফলগুলি খেলে কুকুরছানার কিডনি বিকল হওয়ার সম্ভাবনা বাড়ে।

আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৬৪: প্রজাদের আনন্দ, স্বস্তি, আশ্রয় রাম—তাঁর কাছে প্রজাদের আনুগত্যের স্থান কোথায়?

আলোকের ঝর্ণাধারায়,

 

পেঁয়াজ ও রসুন

কুকুরের খাবারে পেঁয়াজ ও রসুন বেশি থাকলে তাদের অ্যানিমিয়াতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। পেঁয়াজ ও রসুনে থাকা বিশেষ যৌগ কুকুরের শরীরের লোহিত রক্তকণিকাগুলিকে ধ্বংস করে।


Skip to content