শুক্রবার ২০ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

মা দিদিমার আমল থেকে আমরা দেখে আসছি যে, গেরস্থালি যাঁরা সামলান তাঁরা কিন্তু নানা রকম ম্যাজিক জানেন। তাই তো তাঁরা রান্নাঘরের একটা জিনিস দিয়ে সেরে ফেলতে পারেন নানা কাজ। সাধারণত, বাসন মাজার সাবান অন্য কাজে ব্যবহার করা হয় না। তবে এটা জানলে আপনি অবাক হবেন যে, বাসন মাজার সাবান দিয়ে শুধু বাসন ঝকঝকে নয়, ঝকঝকে করা যায় আরও অনেক কিছুই!
আরও পড়ুন:

টেট দুর্নীতি: সিবিআই-ই তদন্ত করবে, ২৬৯ জনের বাতিল চাকরি ফেরানোর আবেদনও খারিজ ডিভিশন বেঞ্চে

ফিজিওথেরাপিতে নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিক নিউরোপ্যাথির সমস্যা, রইল টিপস

ঘরের মেঝে যদি টাইলসের হয়। বিশেষ করে সেই টাইলস যদি সাদা রঙের হয় তাহলে তার উপর হামেশাই হলুদ রঙের আস্তরণ পড়ে যায়। এই হলুদ ছোপ সরাতে দারুণ কাজ করে বাসন মাজার সাবান। এক্ষেত্রে ঘর মোছার সময় কাপড়ের মধ্যে ভালো করে বাসন মাজার সাবান ঘষে নিন। তারপর তা দিয়ে ঘর মুছে ফেলুন। তবে পরিষ্কারের পদ্ধতি হল, বাসন মাজার সাবান জলে গুলে নিলেই হবে এমন নয়। অর্ধেক বালতি গরম জলে গুলে নিতে হবে এক টুকরো সাবান। প্রথমে এই মিশ্রণটি দিয়ে মেঝে মোছার পর একটি আলাদা বালতিতে ঠান্ডা জল নিয়ে ফের একবার ভালো করে মুছতে হবে মেঝে।
আরও পড়ুন:

১০ বছরে ১১টি দেশ ঘোরা সব্জি বিক্রেতা বৃদ্ধার জীবনদর্শন— জীবনকে উপভোগ করতে হবে

পুজোর আগে বাড়তি ভিড় সামালাতে সেপ্টেম্বরের শনি-রবিবার চলবে অতিরিক্ত মেট্রো

বেসিনের থেকে কালো ছোপ সরাতেও দারুণ কাজ করে বাসন মাজার সাবান। এক্ষেত্রে অল্প জলে বাসন মাজার সাবান গুলিয়ে নিয়ে বেসিনের গায়ে লাগিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর ব্রাশ দিয়ে একটু ঘষে দিলেই দেখবেন ঝটপট বেসিন চকচকে হয়ে উঠবে।
বাথরুমের মেঝেতে লোহার মরচে পড়ার দাগ দূর করতেও দারুণ কাজ করে বাসন মাজার সাবান।
তবে শুধু মেঝে বা বেসিন নয়। জামা-কাপড় থেকে কড়া দাগ তুলতেও দারুণ কাজ করে বাসন মাজার সাবান। দাগের জায়গায় কিছুটা পরিমাণ বাসন মাজার সাবান ঘষে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ ঝটপট উঠে যাচ্ছে।

Skip to content