শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

আজকাল চোখে নানা রঙের কনট্যাক্ট লেন্স পরার বেশ চল হয়েছে। মহিলারা এখন চশমার বদলে কনট্যাক্ট লেন্স পরতে বেশি পছন্দ করছেন। যদিও একটানা দীর্ঘ ক্ষণ কনট্যাক্ট লেন্স পরলে চোখের সমস্যা দেখা দিতে পারে।
অনেকেই হয় তো জানেন না, লেন্সের পরলে চোখের কর্নিয়ার জল ক্রমশ শুকিয়ে যেতে থাকে। ফলে কারও কারও ক্ষেত্রে চোখের মারাত্মক ক্ষতি পর্যন্ত হতে পারে। জানলে ভালো আসলে কনট্যাক্ট লেন্স আমাদের চোখের অভ্যন্তরীণে অক্সিজেনে ঢুকতে বাধা দেয়। সে কারণে কনট্যাক্ট লেন্স একটানা দীর্ঘ ক্ষণ না পরাই বুদ্ধিমানের কাজ। কোনও কোনও সময় লেন্স পরে মেকআপ করলে তাতে কাজল বা মাস্কারা লেগে যায়। এতে চোখ জ্বালা করতে পারে। এমনকি কী চোখে ইনফেকশনও হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে।
আরও পড়ুন:

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৪৭: ও বন্ধু তুমি শুনতে কি পাও?

উত্তম কথাচিত্র, পর্ব-৫৯: হারিয়ে যাওয়ার ‘জীবন তৃষ্ণা’

রঙিন লেন্স আকর্ষণীয় দেখতে লাগলেও এই ধরনের লেন্স নিয়মিত না পরাই ভালো। সেই সঙ্গে অবশ্যই সস্তার রঙিন লেন্স এড়িয়ে চলতে হবে, না হলে দৃষ্টিশক্তির ক্ষতি হতে পারে।
 

লেন্স পরার সময় কী কী সাবধানতা জরুরি?

লেন্স পরার আগে ও পরে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে নিতে হবে।
হাত ধোয়ার পরে তোয়ালেতে হাত না মুছে বরং মসলিন জাতীয় কাপড়ে বা সুতির রুমালে মুছুন। তার পরে লেন্সে হাত দিন।

আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-৭৪: রাজা দশরথ, রাম, লক্ষ্মণ, সীতা সকলেই কি এক একটি জীবনবোধের প্রতীক?

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৩: রাজনীতিতে উন্নতির জন্য নিন্দা বা প্রশংসা ব্যক্তিগত পরিসরে করাই শ্রেয়, সভায় নয়

মেকআপ করার আগে লেন্স না পরে পুরো সাজ শেষ হলে তবেই কনট্যাক্ট লেন্স পরা উচিত।
অবশ্যই রাতে ঘুমানোর আগে কনট্যাক্ট লেন্স রাখতে হবে। না হলে চোখে ইনফেকশন হয়ে যেতে পারে।
প্রতি তিন মাস অন্তর কনট্যাক্ট লেন্সের পাত্র পরিবর্তন করতে হবে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৭৭: কথা কিছু কিছু

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৪: প্রতিমাদেবী— এক দুঃখবতীর কথা

সব সময়ই কনট্যাক্ট লেন্স স্টেরাইল সলিউশনে ভিজিয়ে রাখুন। তার পরে নির্দিষ্ট লেন্স কেসে রাখবেন।
সাঁতার কাটার অভ্যাস থাকলে সাবধান। কনট্যাক্ট লেন্স পরে একদমইও সাঁতার কাটবেন না।
এমন কী, রোজকার দিনেও লেন্স পরে কাখনও মুখে জলের ঝাপটা দেওয়া উচিত নয়।

Skip to content