মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

এখনকার প্রজন্মের স্বামী-স্ত্রীরা বাবা-মা হওয়ার আগে অনেক পরিকল্পনা করে থাকেন। শুধু তাঁরাই নন, যাঁরা সন্তানধারণের জন্য এখনই প্রস্তুত নন, তাঁদেরও কিছু প্রস্তুতি নিতে হয় বইকি। সঙ্গমের সময়ে অসতর্ক হলেই বিপদ আসন্ন। কিন্তু আশার কথা হল, কন্ডোম বা গর্ভনিরোধক ওষুধে এমন পরিস্থিতি ঠেকানো সম্ভব। এ ছাড়া, ক্যালেন্ডার দেখে মেয়েদের ঋতুচক্রের সবচেয়ে নিরাপদ দিনগুলিতে মিলনে লিপ্ত হওয়াও যেতে পারে। সেই সময় মিলনে ঝুঁকি খানিকটা হলেও কম থাকে।

কিন্তু চরম যৌনসুখ উপভোগ করতে গিয়ে অনেকসময়ই ভুলভ্রান্তিও হয়ে যায়। উত্তেজনায় কখনও কখনও কেউ কেউ আবার অসতর্ক হয়ে পড়েন। মিলনের পর অবাঞ্ছিত পরিস্থিতি এড়ানোর জন্য তাঁরা তখন মরিয়া হয়ে নানা উপায় খোঁজেন। ইন্টারনেটে অনেক এমন উপায়ের উল্লেখ পাওয়া যায় সহজেই। আদৌ সেগুলি কতটা ঠিক বা নিরাপদ?
 

কয়েকটি ভুল ধারণা

 

অন্তিম মুহূর্তের আগেই নিষ্ক্রমণ

অনেকেই মনে করেন, কন্ডোম না পরলেও চলে। অন্তিম মুহূর্তের ঠিক আগেই যদি নিষ্ক্রমণ করে ফেলা যায়, তা হলে অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা একেবারেই থাকে না। এখানে আপনাকে মাথায় রাখতে হবে, প্রত্যেক বার সঠিক সময়ে আপনি এই কাজ না-ও করতে পারেন। তার উপর যদি সফলও হন, অন্তিম মুহূর্তের আগেই পুরুষের যৌনাঙ্গ থেকে আরও এক ধরনের তরল বেরয়। যার ইংরেজি নাম ‘প্রি-কাম’। তাতেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুক্রাণু থাকে। সেদিক থেকেও কিন্তু সন্তানধারণের ঝুঁকি থাকে।

আরও পড়ুন:

দহনকালের দুপুরেও সঙ্গম? শরীরের উষষ্ণতাও তো বাড়ন্ত! সুস্থ থাকতে কী করবেন?

ওরাল সেক্সের অভ্যাস গলায় ক্যানসারের কারণ হতে পারে, কোন কোন উপসর্গে সাবধান হতেই হবে?

পঞ্চমে মেলোডি, পর্ব-১১: ‘কটি পতঙ্গ’ ছবিতে পঞ্চমের সুরে কিশোর নিজেকে উজাড় করে দেন

 

ঋতুস্রাবের সময়ে সঙ্গম

অনেকের ধারণা ঋতুস্রাবের সময়ে গর্ভনিরোধক ছাড়া মিলন নিরাপদ। তবে এই ধারণা একেবারেই ভুল। ঋতুস্রাব চলছিল বলেই আপনি নিশ্চিন্ত। একথা যদি ভেবে থাকেন তাহলে আপনি ভুল করবেন। তার পরও অন্তঃসত্ত্বা হয়ে পড়তেই পারেন।

আরও পড়ুন:

প্যাচপেচে গরমে রোদে বেরোলেই কি ত্বকে র‍্যাশ বেরোচ্ছে? কাজে লাগতে পারেন আইস থেরাপিকে

উত্তম কথাচিত্র, পর্ব-৩৫: যে ছিল আমার ‘ব্রতচারিণী’

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৫৫: প্রশিক্ষণপ্রাপ্ত নবপ্রজন্ম-মীনমিত্রের পরামর্শে গ্রামগঞ্জেও মাছচাষ বিকল্প আয়ের দিশা দেখাতে পারে

 

সঙ্গমের পর জাম্পিং জ্যাক করা

অনেকে বলেন, সঙ্গমের পর জাম্পিং জ্যাক করা উচিত। তাহলে নাকি সন্তানধারণের ঝুঁকি কমে। এই খানিক লাফালাফি করার ফলে আপনার শরীর সুস্থ থাকতে পারে। তবে অন্তঃসত্ত্বা হয়ে পড়া আটকানো কোনওভাবেই সম্ভব নয়।

আরও পড়ুন:

স্বাদে-গন্ধে: একঘেয়ে চিকেন কারি আর ভালো লাগছে না? বাড়িতেই রেস্তোরাঁর মতো বানিয়ে ফেলুন মুর্গ মালাই হান্ডি

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১৪: ভয়ংকর গর্ভ

দশভুজা: সেই ষোলো মিনিটের দূরত্ব কোনওদিন পূরণ হয়নি

 

যোনির বাইরেই বীর্যপাত

যোনির মধ্যে না হয়ে যদি যোনির ঠিক কাছেও ইজাকুলেশন হয়, তা হলে যোনির বাইরের লালারস শুক্রাণু বহন করে শরীরের ডিম্বাণু পর্যন্ত অনায়াসেই পৌঁছে দিতেই পারে। ফলে অন্তঃসত্ত্বা হওয়ার সম্ভাবনা থেকেই যায়।
 

মিলনের পর প্রস্রাব

অনেকের ধারণা নিরোধ ছাড়া মিলনের পর প্রস্রাব হলে সন্তানধারণের ঝুঁকি কমে। তবে এই ধারণা সম্পূর্ণ ভুল। আমরা জানি না যে, প্রস্রাব নির্গত হয় মূত্রনালি থেকে, যোনির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। তাই প্রস্রাব করলেই যোনি থেকে সব ধুয়ে যাবে, এমনটা কখনই সম্ভব নয়। সঙ্গমের পর প্রস্রাবের অভ্যাস আপনার যৌনরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও কমায় না। এ ক্ষেত্রে কন্ডোমের ব্যবহারই একমাত্র মুক্তির উপায়।


Skip to content