
ছবি: প্রতীকী। সংগৃহীত।

মহাকাব্যের কথকতা, পর্ব-১০৮: গার্হস্থ্যজীবনে জ্যেষ্ঠ রামচন্দ্রের ভাবমূর্তি, তাঁর দেববিগ্রহে উত্তরণের একটি অন্যতম কারণ?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯২: শ্রীমার সঙ্গে এক মেমসাহেবের কথোপকথন

গল্পবৃক্ষ, পর্ব-২৪: তিন্দুক-জাতক: সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৫: ঝোপ টিকরা

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-৪৭: চায়ের দেশের বিনি-মিনির কথা

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৫৫: রবীন্দ্রনাথ, মণিপুরী নৃত্য ও ত্রিপুরা
এ ভাবে ত্বকের যত্ন নিন
একটানা দীর্ঘ ক্ষণ এসি বা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থেকেও ত্বকের যত্ন নেওয়া যায়। ত্বক বিশেষজ্ঞদের কথায়, একটানা দীর্ঘ ক্ষণ এসি ঘরে না থেকে কিছুক্ষণ অন্তর ঘরের বাইরে বেরোতে হবে। আর যদি কোনও ভাবেই শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে থেকে বেরোনো সম্ভব না হয়, সে ক্ষেত্রে কিছু ক্ষণ অন্তর ময়েশ্চারাইজার মাখতে হবে। সেই সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে, শরীরে যেন জলের ঘাটতি না দেখা দেয়। বিশেষ কোনও সমস্যা না থাকলে সারা দিনে ২-৩ লিটার জলপান করতে হবে। আবার জলের পরিমাণ বেশি রয়েছে এরকম ফল খেতে পারলেও ভালো কাজ দেবে।