রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী

ফ্যাশন দুনিয়ায় এখন ট্রেন্ডি ফ্যাশন হল ট্যাটু। স্টাইল সম্পর্কে সচেতন প্রায় সকলেই আজকাল ট্যাটু করেন। ফুল, নানা নকশা কিংবা নিজের বা প্রিয়জনের নামের আদ্যক্ষর ট্যাটু হিসাবে শরীরে আঁকেন অনেকেই। তবে কেউ কেউ আবার দেবদেবীর ছবি ট্যাটু হিসাবে শরীরে আঁকতে পছন্দ করেন। কিন্তু জানেন কি, শরীরে দেবদেবীর ছবির ট্যাটু আঁকলে অবশ্যই কিছু নিয়ম মানা আবশ্যক। নইলে হতে পারে মহাবিপদ।
ইচ্ছা হল আর শরীরের যেকোনও জায়গায় ট্যাটু আঁকলে চলবে না। বিশেষত দেবদেবীর ছবি ট্যাটু করার আগে অবশ্যই সঠিক স্থান নির্বাচন করুন। স্থান নির্বাচনের মতো প্রাথমিক কাজে ভুল হলে হতে পারে মহাবিপদ।
হাতের তালু কিংবা পায়ের পাতায় এই ধরনের ট্যাটু করার কথা ভুলেও আঁকবেন না। কারণ, কারও ধর্মীয় ভাবাবেগে আপনি আঘাত দিতে পারেন না। একান্ত দেবদেবীর ট্যাটু আঁকাতে চাইলে তা পিঠে কিংবা হাতে করান। না হলে জীবনে ক্ষতির আশঙ্কা থাকে বলে মনে করা হয়।
অনেকে ওঁ কিংবা অন্য কোনও ধর্মীয় প্রতীক ট্যাটু হিসাবে শরীরে আঁকেন। ধর্মীয় প্রতীকের ট্যাটু তৈরি করতে গিয়ে আকারে কোনও ভুল হলে জীবনে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। সৌভাগ্যের বদলে দুর্ভাগ্য হয়ে উঠতে পারে আপনার সঙ্গী।
আরও পড়ুন:

উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে বড়সড় পরিবর্তন আসতে চলেছে, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল সংসদ

নাট্যকথা: রোদ্দুর ও অমলকান্তি/১

অনেকেই নানা মন্ত্র ট্যাটু হিসাবে শরীরে আঁকিয়ে ফেলেন। মন্ত্র ভুল হলে লাভের বদলে ক্ষতিই বেশি। নেতিবাচক এনার্জি মানসিক চাপ তৈরি করতে পারে।
শিবের ডমরু কিংবা ত্রিশূল ট্যাটু করবেন বলে অনেকেই ভেবে থাকেন। এই ভাবনাচিন্তা যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করুন। জ্যোতিষ অনুসারে এই ধরনের ট্যাটুর ফলে আপনার জীবন হয়ে উঠতে পারে অন্ধকারময়।
জীবনে সুখস্বাচ্ছন্দ্য বজায় রাখতে চাইলে দেবদেবীর ছবি ট্যাটুতে আঁকবেন না। তার পরিবর্তে পাখির ছবি আঁকতে পারেন। তা আপনার স্বাধীনচেতা ভাবনাচিন্তার প্রতীক হয়ে উঠবে।

Skip to content