মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


বিহারের সবথেকে বড় উৎসব ছটপুজো। উৎসবের সময় অনেকেই আমার কাছে মেকআপ করতে আসেন। ছটপুজো শেষ হয়ে যাওয়ার পরে তাঁরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের বাড়িতে যাতায়াত করেন। একসঙ্গে জড়ো হন। বিজয়া দশমীর পর যেমন হয়, অনেকটা সে রকমই। যদিও এটা প্রথা নয়।
 

শাড়ির থেকে লেহেঙ্গা

লেহেঙ্গা থেকে বর্তমানে ফ্যাশন হল গাউন। তবে লেহেঙ্গা, গাউনের ফ্যাশন চলে গেলে এদের বিশেষ ব্যবহার করার সুযোগ থাকে না। আগেও বিভিন্ন সময় এরকম অনেক কিছু এসেছে, আবার চলেও গিয়েছে। কিন্তু শাড়ি হল চিরন্তন। আমার মনে হল, শাড়িকে এমন ভাবে পরাতে হবে, যা একঝলকে দেখে শাড়ি বলে মনে হবে না, অথচ শাড়ি পরেছি।

আরও পড়ুন:

সাজকাহন: হেয়ার স্টাইলে নতুনত্ব চাই? হ্যাঙ্গিং বান হেয়ার স্টাইল করে দেখতে পারেন

শীতলতম দিন! কলকাতায় এক ধাক্কায় অনেকটাই পারদ পতন, দু’দিনে আরও কমবে তাপমাত্রা, পূর্বাভাস হাওয়া দফতরের

যাই হোক এই ধরনের শাড়ি পরাবার জন্য মডেল শম্পা ঘোষকে বেছে নিলাম। ওর চেহারাটা বেশ লক্ষ্মী লক্ষ্মী, ফর্সা এবং লম্বাও। দেখলাম একে বেশ মানাবে। শাড়ি পরার আগে যেমন পেটিকোট, ব্লাউজ পরানো হয়, এক্ষেত্রেও ঠিক তেমনই হবে। আবার জ্যাকেট ব্লাউজও পরানো যেতে পারে। আমি দুটো স্টাইলেই শাড়ি পরিয়েছি।
 

প্রথম শাড়ি

আমরা সাধারণ ক্ষেত্রে যে ভাবে শাড়ি পরি, ঠিক সেই ভাবে কোমরের ডান দিকে শাড়িটা গুঁজে তার পর ছোট ছোট কুচি তৈরি করে পেটিকোটের ভেতর গুঁজে দিতে হবে। এই জায়গাটা একটু শক্ত বটে। তবে অসম্ভব মোটেই নয়। একটু অভ্যাস করলেই যে কেউ এটা পরতে পারবেন।
যেখান থেকে শাড়ি পরানো শুরু হল, সেখান থেকে পর পর কুঁচি করে কোমরে এক পাক ঘুরে এসে বাঁদিকে কোমরের ধারে শেষ করা হবে। এ বার দোপাট্টা লাগাবার মতো কিছুটা অংশ পাশে ঝুলিয়ে রেখে আঁচলটা সামনে এনে কোমরের গুঁজে দিতে হয়। ওই আঁচলটা দিয়েই মাথায় ঘোমটা দেওয়া হবে, যা আমরা সকলেই দেখেছি এবং জানি।

আরও পড়ুন:

মহাভারতের আখ্যানমালা, পর্ব-৪৪: বনের পথে গল্প রাশি রাশি— যাত্রাপথ যত এগোয় তত অভিজ্ঞতার ঝুলি ভরে ওঠে পাণ্ডবদের

ট্রেনের টিকিট ‘কনফার্ম’ না হলে একেবারে বিনামূল্যে বিমানের টিকিট পাবেন যাত্রীরা! কোন অ্যাপে, কীভাবে পাবেন?

 

দ্বিতীয় শাড়ি

সাদা কালো প্রিন্টেড শিফন শাড়ির সঙ্গে একই কম্বিনেশনের জ্যাকেট ব্লাউজ। প্রথম শাড়িটা যেভাবে পরানো হয়েছে একই রকম ভাবে পরিয়ে আঁচলটা ডান দিকের বদলে বাঁদিকের কাঁধে এনে সামনে ঝুলিয়ে দিয়ে সেটা পিন করে দেওয়া হয়েছে। একই মডেল কিন্তু দুটোর সাজ দু’রকম হওয়াতে দুটো ‘লুক’ সম্পূর্ণ আলাদা। একটা সাবেকি সাজ, আর একটা আধুনিক। এই ধরনের সাজ ‘একই অঙ্গে অনেক রূপ’—এই কথাটা প্রমাণ হয়।

মডেল: শম্পা ঘোষ

ছবি: সজল গোস্বামী

লেখিকা শাকম্ভরী বডি অ্যান্ড বিউটি ক্লিনিক-এর প্রধান, যোগাযোগ : ঠিকানা: ২০৩, এপিসি রোড, শ্যামবাজার ফাইভ পয়েন্ট, কলকাতা-৪, মোবাইল: ৯১৬৩৪-১৪৪৪৩, হোয়াটসঅ্যাপ: ৭০০৩৮৯৩৮৮৩

Skip to content