বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

এখনকার ট্রেন্ড অনুযায়ী আমরা সকলেই চাই, বারো মাস রোগা হতে। ওজন কমানোর ক্ষেত্রে প্রথমেই খাবারের দিক থেকে মুখ ফিরিয়ে নিই অনেকে। সেক্ষেত্রে বাইরের খাবার বন্ধ করার সঙ্গে ঘরোয়া খাবারের পরিমাণও কমিয়ে ফেলি। রোজকার খাবারের তালিকা থেকে ভাত, রুটি প্রায় বাদ দিয়ে দিই আমরা। পরিবর্তে ওট্স, ডালিয়া দিয়ে সেরে ফেলি টিফিন। ফ্রিজে মিষ্টি, আইসক্রিম থাকলেও চোখ এড়িয়ে যাই। বিকালের খাবারের তালিকায় জায়গা করে নেয় মাখানা, ছোলা। সেই সঙ্গে জিমে গিয়ে কিংবা বাড়িতেই নিয়মিত শরীরচর্চা করতে থাকি। কিন্তু এত কিছু করাত সত্ত্বেও অনেক সময় পছন্দসই চেহারা গড়ে তোলা সম্ভব হয় না। সে ক্ষেত্রে নির্ভর করতে পারেন স্যালাডের ওপর। দ্রুত রোগা হতে চাইলে স্যালাড বানাতে হবে কাবলি ছোলা সেদ্ধ আর রসুন দিয়ে।
 

স্যালাড বানানোর পদ্ধতি

কাবলি ছোলা সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। তার পর এই ছোলার সঙ্গে একে একে মেশান গাজর, কুচি করে কাটা টোম্যাটো, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি এবং কাঁচা রসুন। শেষে এক চামচ লেবুর রস মিশিয়ে ভালো করে মেখে নিলেই তৈরি স্যালাড। সকালের দিকে এই স্যালাড খেয়ে ফেলুন। খুব সহজেই সুফল পাবেন।
 

ওজন কমাতে এই স্যালাড কেন এত উপকারী?

 

ব্যাল্যান্সড ডায়েট

ওজন কমানো ছাড়া সামগ্রিক ভাবে সুস্থ থাকতেও এই খাবার অত্যান্ত উপকারী।

আরও পড়ুন:

ওজন বেড়ে চলার দায় শুধু খাবারের উপর না চাপিয়ে লাগাম দিন এই ৫ অভ্যাসে

‘তুমি খুব খারাপ অভিনয় করো’! মনীষাকে কেন বলেছিলেন বিধু বিনোদ চোপড়া?

 

ফাইবার

রোগা হতে চাইলে ফাইবার খাওয়ার বেশি প্রয়োজন। আর এই স্যালাডে ফাইবার আছে ভরপুর। দীর্ঘ ক্ষণ পেট ভর্তি রাখতেও সাহায্য করে এই খাবার। এর ফলে ঘন ঘন খাবার খাওয়ার প্রবণতাও অনেক কমে যায়।
 

প্রোটিন সমৃদ্ধ

এই স্যালাদে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। হজমের গোলমাল হলেও এই স্যালাড খেলে কোনও সমস্যা দেখা দেয় না।

আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-৫০: অর্ধশতাব্দী ছুঁলো ‘অমানুষ’

উত্তম কথাচিত্র, পর্ব-৫৯: হারিয়ে যাওয়ার ‘জীবন তৃষ্ণা’

 

কম ক্যালোরি

এই স্যালাডে ক্যালোরির পরিমাণ একেবারেই কম। ওজন কমাতে এমন ক্যালোরিহীন খাবার খুবই উপকারী।
 

ভিটামিন ও অ্যান্টি-অক্সিড্যান্ট

কাবলি ছোলা এবং রসুন— দুটো খাবারেই ভিটামিন, মিনারেলস, অ্যান্টি-অক্সিড্যান্টের মতো উপাদান রয়েছে।


Skip to content