কী কী লক্ষণ দেখে বুঝবেন এ বার থামা উচিত?
ওজন কমছে না
● রোজ দিন পুষ্টিকর খাওয়াদাওয়া করছেন, অথচ ওজন কমছে না। তাহলে বুঝতে হবে আপনি প্রয়োজনের থেকে অতিরিক্ত খেয়ে ফেলছেন। হয়তো দেখা যাবে, আপনি একই সঙ্গে জমিয়ে মাছ, মাংস বা ডিম খাচ্ছেন। অথবা ছানা, পনির, দই, সয়াবিন একই সঙ্গে খাচ্ছেন। মনে রাখতে হবে, এতে কিন্তু বেশি পুষ্টি পেতে গিয়ে বরং স্বাস্থ্যের ক্ষতি হবে। আর সে সময়ই খাওয়ার পরেই শরীরে অস্বস্তি শুরু হবে।