বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

দিন কী ভাবে শুরু করছেন তার উপর অনেক কিছু নির্ভর করে। বিশেষ করে আমাদের দেহের গতিপ্রকৃতি। অনেকেই বাড়তি ওজন ঝরাতে খালি পেটে গরম জলে লেবুর রস মিশিয়ে খেয়ে থাকেন ।যদিও চিকিৎসকদের বক্তব্য, কেবল ঈষদুষ্ণ জলে লেবুর রস নয়, এক চামচ নুন মিশিয়ে নিন। এই জল খেলে বেশ কিছু উপকার পাওয়া যাবে। কী কী উপকার মিলবে?
 

দাঁতের যত্নে

কখনও কখনও মাড়িতে ব্যথা আমাদের বেশ ভোগায়। এ ক্ষেত্রে নুন-জল দিয়ে কুলকুচি করলে কিছুটা স্বস্তি পাওয়া যায়। তবে এই পানীয় যদি নিয়মিত খাওয়ার অভ্যাস করা যায়, তা হলে এমনিতেই দাঁত ভালো থাকে।

আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৮: নন্দিতা কৃপালনি— বিশ শতকের বিদুষী

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬৪: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—গিরা শাক ও যদু পালং

 

মানসিক অবসাদ কমাতে

অস্থিরতায় ভুগছেন? মন শান্ত আব ভালো রাখতে ঈষদুষ্ণ জলে নুন মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে। কর্টিসল, অর্থাৎ স্ট্রেস হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণে রাখতে এই পানীয় খুবই কাজের।

আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬২: শ্রীমার দক্ষিণ ভারত থেকে প্রত্যাবর্তন

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৮: চরম শত্রুর সঙ্গেও মতের মিল হলে বন্ধুত্ব হয়, আবার মতের মিল না হলেই শত্রুতা

 

শরীরের আর্দ্রতা বজায় রাখে

ঘাম, মূত্র মাধ্যমে আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায়। দেহের জলের অভাব পূরণ করে নুন-জল। এ ক্ষেত্রে সৈন্ধব লবণ ব্যবহার করতে পারলে ভালো হয়।

আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩

পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৮২: খটকা

 

হজমে সাহায্য

হজমের সমস্যায় ভোগায় না এমন কেউকে পাওয়া কঠিন। এ ক্ষেত্রে ঈষদুষ্ণ জলে নুন মিশিয়ে খালি পেটে খেলে সুফল মিলবে।

আরও পড়ুন:

কর্মরত বাবা-মায়ের সন্তানরা কীভাবে নিজেদের মতো সময় কাটাবে? রইল হদিস

পায়ের পেশির যন্ত্রণায় কি রাতের ঘুম নষ্ট নিচ্ছে? কেন এমন হচ্ছে, কী ভাবে স্বস্তি মিলবে?

 

ওজন কমে

একাধিক গবেষণায় দেখা গিয়েছে, গরমজলে এক চিমটে নুন মিশিয়ে খেলে মেদ ঝরার প্রক্রিয়া খুব দ্রুত হয়। নুন-জল দেহের যাবতীয় টক্সিন বাইরে বার করে দেয়। ফলে ওজন ঝরানো সহজ হয়ে যায়। ছিপছিপে শরীরের পিছনে রয়েছে এই নুন-জল।

* ড. মহুয়া দাশগুপ্ত, শিক্ষক এবং লেখক। রবীন্দ্রনাথের দেবলোক, জোড়াসাঁকোর জার্নাল, আমি নারী আমি মহীয়সী, কথানদীর কূলে, লেডিজ স্পেশাল, পথে পুরুষ বিবর্জিত, পরীক্ষায় আসবে না এবং ভুবনডাঙার বাউল তাঁর লেখা একক বই। বাংলা কথকতা নিয়ে একক ভাবে কাজ করছেন।

Skip to content