বৃহস্পতিবার ৮ মে, ২০২৫


ছবি: প্রতীকী। সংগৃহীত।

বৈশাখ এখনও প্রায় এক মাস দূরে। কিন্তু গরম এখনই তার উপস্থিতি টের পাওয়াচ্ছে। দুপুর রোদে বাইরে বেরোলে গলা ভেজানোর জন্য হাঁফিয়ে উঠছে মন। এই সময়ে নরম পানীয়ের দিকে হাত না বাড়িয়ে স্বাস্থ্যকর বিকল্প হতে পারে তাজা রসালো ফল। যা তেষ্টাও মেটাবে পাশাপাশি শরীরকে বাড়তি পুষ্টিও জোগাবে। তরমুজ সেই ধরনের ফলের তালিকায় অন্যতম। কিন্তু তার আর কী কী গুণ আছে জানেন কি?
 

তারুণ্য

তরমুজের পুষ্টিগুণ ত্বকের তারুণ্য ধরে রাখার উপাদান কোলাজেন তৈরি করতে সাহায্য করে।

আরও পড়ুন:

আকাশ এখনও মেঘলা/১১

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯২: শ্রীমার সঙ্গে এক মেমসাহেবের কথোপকথন

 

হজম

তরমুজে শরীরকে আর্দ্রতা জুগিয়ে হজমে সহায়তা করে। তা ছাড়া তরমুজে থাকা ফাইবারও হজমশক্তি বৃদ্ধি করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও রাখে দূরে।

আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১০৮: গার্হস্থ্যজীবনে জ্যেষ্ঠ রামচন্দ্রের ভাবমূর্তি, তাঁর দেববিগ্রহে উত্তরণের একটি অন্যতম কারণ?

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৪: মৌটুসি

 

ওজন

পেট ভরিয়ে রাখে অথচ ক্যালোরি কম। তরমুজের এই গুণের জন্য ওজন নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হবে।

আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১০৯: যে-আঁধার আলোর অধিক

ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৫৪: রবীন্দ্রনাথের ‘মুকুট’ ত্রিপুরার ইতিহাসাশ্রিত গল্প

 

হার্ট

তরমুজে থাকা ম্যাগনেসিয়াম এবং ফসফরাস হার্টের স্বাস্থ্যের জন্য ভাল।

আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫৩: আলাস্কার দক্ষিণে রয়েছে সেই মনোরম গ্লেন হাইওয়ে

উত্তম কথাচিত্র, পর্ব-৭০: বিচারক

 

ত্বক

ভিটামিন সি এবং ভিটামিন এ রয়েছে তরমুজে । দু’টিই অ্যান্টি-অক্সিড্যান্ট। যা শরীরকে তো ভাল রাখতে সাহায্য করেই, ত্বকের স্বাস্থ্যও ভাল রাখে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content