শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ভ্যালেন্টাইনস ডে-তে ভালোবাসার মানুষটির কাছে নিজেকে আরও সুন্দর করে তুলতে হলে পোশাকের দিকে বিশেষ নজর দিতে হবে। কিন্তু এই বিশেষ দিনে পরার জন্য অনেকেই নিজের পছন্দমতো পোশাক খুঁজে পান না। তবে চিন্তার কোনও কারণ নেই। দর্শিকা মেনসওয়্যার নিয়ে এসেছে ভ্যালেন্টাইনস ডে-র নতুন কালেকশন। এখানে আপনি বেছে নিতে পারবেন পছন্দের পোশাক। শুধু তাই নয়, দর্শিকার নতুন কালেকশনে আপনার ভালোবাসার মানুষটির জন্যও গর্জিয়াস পোশাক বেছে নিতে পারেন আপনি। ভ্যালেন্টাইনস ডে-তে ভালোবাসার মানুষের সামনে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে হলে সুন্দর সুতোর কারুকার্য করা কুর্তার সঙ্গে জহোর জ্যাকেট ভালো মানাবে। সুতির ও লিনেন দু’ রকমের কুর্তা রয়েছে দর্শিকা মেনসওয়্যারের কালেকশনে। ঠিকানা : ১১ই, ডোভার লেন, রাসবিহারী অ্যাভিনিউ, ডোভার টেরাস, বালিগঞ্জ, কলকাতা- ৭০০০২৯

Skip to content