ছবি প্রতীকী
ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক পরলে সব মহিলাকেই সুন্দর লাগে। সাজের একটি বড় অংশ হল লিপস্টিক। এই লিপস্টিক যত আকর্ষণীয় হবে ততই সকলের নজর কাড়বেন আপনি। কেউ পছন্দ করেন হালকা রঙের লিপস্টিক, কেউ আবার পছন্দ করেন গাঢ় লিপস্টিক। এক্ষেত্রে ডার্ক কালার ব্যবহার করেন মহিলারা। যেমন, ডার্ক চকোলেট, ডার্ক বেগুনি, রানি-র মতো রং ঠোঁটে বেশি ব্যবহার করেন। এই রকম গাঢ় লিপস্টিক পরলে চেহারাই পালটে যায়। কিন্তু অনেকেই মেকআপ ভেস্তে যাওয়ার ভয়ে ঠোঁটে গাঢ় লিপস্টিক লাগাতে গিয়েও পিছিয়ে আসে। আর তাই লিপস্টিক লাগানোর সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। এই বিষয়গুলি মাথায় রাখলেই দেখবেন মেকআপের নষ্ট হওয়ার ভয় কেটে যাবে আর আপনার ঠোঁটের গাঢ় লিপস্টিকই বাকিদের নজর কাড়বে।
● স্ক্রাব
লিপস্টিক লাগানোর আগে ঠোঁট ভালো করে স্ক্রাব করে নিন। এর ফলে ঠোঁটে যে শুকনো মৃত চামড়া থাকে সেটা উঠে যায়। ভালো করে স্ক্রাব করে পরিষ্কার না করলে ঠোঁটে থাকা ওই শুকনো চামড়ায় লিপস্টিক লাগলে দলা পাকিয়ে যাবে। ঠোঁটে সমানভাবে রং বসবে না। আর হালকা রঙের লিপস্টিকে এটা হয়তো বোঝা যায় না। তবে গাঢ় রঙের লিপস্টিকে স্পষ্ট বোঝা যায়। তাই ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে ভালো করে স্ক্রাব করে নিন।
● লিপবাম
লিপস্টিকের রং ঠোঁটে যাতে সমানভাবে বসে সেই দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে। সেই জন্য লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে লিপবাম লাগিয়ে নিন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন। ঠোঁট সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই লিপস্টিক লাগান। নয়তো লিপস্টিকের গাঢ় রং ঠোঁটে সমানভাবে বসবে না।
● কনসিলার-হাইলাইটার
অনেকসময় ঠোঁটের চারপাশটা বাকি মুখের তুলনায় সামান্য কালচে ভাব থাকে। সেক্ষেত্রে কনসিলার-হাইলাইটার ব্যবহার করুন। এতে ঠোঁটের চারপাশে যে কালচে ভাব থাকে সেটা সামান্য হালকা হয়ে যায়। ফলে সম্পূর্ণ মেকআপ এবং ঠোঁটের গাঢ় লিপস্টিক খুব সুন্দরভাবে ফুটে উঠবে। যা বিয়েবাড়ি, পার্টি, অনুষ্ঠান কিংবা কোনও উৎসবে আপনাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবেই।
● ভারসাম্য
গাঢ় রঙের লিপস্টিক লাগানোর আগে আরও যে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটি হল ভারসাম্য। ঠোঁটে গাঢ় রং লাগালে চোখের মেকআপ একটু হালকা করাই ভালো। এতে ফেস মেকআপের একটা ভারসাম্য বজায় থাকবে। নয়তো হঠাৎ করে চোখে লাগতে পারে। যদিও হালকা মেকআপে গাঢ় লিপস্টিক নারীকে যে আকর্ষণীয় করে তোলে তা আর বলার অপেক্ষা রাখে না।
● লিপস্টিকের রং
দোকানে গিয়ে যে-কোনও রঙের লিপস্টিক কিনলে হবে না। ত্বকের রঙের সঙ্গে মানানসই এমন রঙের লিপস্টিক কিনুন। যদি আপনার গায়ের রং শ্যামবর্ণ হয় তাহলে অনেক গাঢ় রংই ভালো মানিয়ে যাবে। তবে আপনার গায়ের রং যদি ফরসা হয়, তাহলে ভালো করে দেখে নিন কোন লিপস্টিকের রং আপনার সঙ্গে মানাচ্ছে। সেক্ষেত্রে লিপস্টিকের রং খুব বেশি হালকা হলে চলবে না। আবার লিপস্টিকের গাঢ় রঙের মধ্যেও বেশ কিছু রং আছে যেগুলো ফরসাদের মানাবে না। তাই সবসময় নিজের ত্বকের রঙের সঙ্গে মানানসই রঙের লিপস্টিক বেছে নিন।
লিপস্টিক লাগানোর আগে ঠোঁট ভালো করে স্ক্রাব করে নিন। এর ফলে ঠোঁটে যে শুকনো মৃত চামড়া থাকে সেটা উঠে যায়। ভালো করে স্ক্রাব করে পরিষ্কার না করলে ঠোঁটে থাকা ওই শুকনো চামড়ায় লিপস্টিক লাগলে দলা পাকিয়ে যাবে। ঠোঁটে সমানভাবে রং বসবে না। আর হালকা রঙের লিপস্টিকে এটা হয়তো বোঝা যায় না। তবে গাঢ় রঙের লিপস্টিকে স্পষ্ট বোঝা যায়। তাই ঠোঁটে লিপস্টিক লাগানোর আগে ভালো করে স্ক্রাব করে নিন।
লিপস্টিকের রং ঠোঁটে যাতে সমানভাবে বসে সেই দিকটাও আপনাকে খেয়াল রাখতে হবে। সেই জন্য লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে লিপবাম লাগিয়ে নিন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন। ঠোঁট সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই লিপস্টিক লাগান। নয়তো লিপস্টিকের গাঢ় রং ঠোঁটে সমানভাবে বসবে না।
অনেকসময় ঠোঁটের চারপাশটা বাকি মুখের তুলনায় সামান্য কালচে ভাব থাকে। সেক্ষেত্রে কনসিলার-হাইলাইটার ব্যবহার করুন। এতে ঠোঁটের চারপাশে যে কালচে ভাব থাকে সেটা সামান্য হালকা হয়ে যায়। ফলে সম্পূর্ণ মেকআপ এবং ঠোঁটের গাঢ় লিপস্টিক খুব সুন্দরভাবে ফুটে উঠবে। যা বিয়েবাড়ি, পার্টি, অনুষ্ঠান কিংবা কোনও উৎসবে আপনাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলবেই।
গাঢ় রঙের লিপস্টিক লাগানোর আগে আরও যে বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটি হল ভারসাম্য। ঠোঁটে গাঢ় রং লাগালে চোখের মেকআপ একটু হালকা করাই ভালো। এতে ফেস মেকআপের একটা ভারসাম্য বজায় থাকবে। নয়তো হঠাৎ করে চোখে লাগতে পারে। যদিও হালকা মেকআপে গাঢ় লিপস্টিক নারীকে যে আকর্ষণীয় করে তোলে তা আর বলার অপেক্ষা রাখে না।
দোকানে গিয়ে যে-কোনও রঙের লিপস্টিক কিনলে হবে না। ত্বকের রঙের সঙ্গে মানানসই এমন রঙের লিপস্টিক কিনুন। যদি আপনার গায়ের রং শ্যামবর্ণ হয় তাহলে অনেক গাঢ় রংই ভালো মানিয়ে যাবে। তবে আপনার গায়ের রং যদি ফরসা হয়, তাহলে ভালো করে দেখে নিন কোন লিপস্টিকের রং আপনার সঙ্গে মানাচ্ছে। সেক্ষেত্রে লিপস্টিকের রং খুব বেশি হালকা হলে চলবে না। আবার লিপস্টিকের গাঢ় রঙের মধ্যেও বেশ কিছু রং আছে যেগুলো ফরসাদের মানাবে না। তাই সবসময় নিজের ত্বকের রঙের সঙ্গে মানানসই রঙের লিপস্টিক বেছে নিন।