রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

আধুনিক চটজলদি জীবনে আমরা ক্রমশ যেমন আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন করে ফেলেছি তেমনি পরিবর্তন এনে ফেলেছি আমাদের লাইফস্টাইলেও। এর সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে দূষণের পরিমাণও। ফলে তার প্রভাব গিয়ে পড়ছে আমাদের চুল ও ত্বকের উপর। সুতরাং আমাদের ত্বক হয়ে যাচ্ছে শুষ্ক। নানান রকমের দাগ এবং বলিরেখা দেখা দিচ্ছে খুব কম বয়সেই। ভাবছেন এই বলিরেখাকে নিয়ন্ত্রণ করবো কী করে? কেমন করে নেবেন ত্বকের যত্ন? কারণ আমাদের হাতে সময় প্রায় থাকে না বললেই চলে।

ঘরোয়া উপায়ে সমাধান
সাধারণ নারকেল তেলেই আছে সেই জাদু, যার সাহায্যে খুব সহজেই আমরা মুখের বলিরেখা অনায়াসেই দূর করে ফেলতে পারি।
গ্লিসারিন আর নারকেল তেল মিশিয়ে নিয়ে মুখ ধোয়ার পর আলতো করে সেটা মুখে লাগিয়ে নিন। নিয়মত এই মিশ্রণ ব্যবহার করলে বলিরেখার সমস্যা অনেকটা দূর হবে। ত্বকও শুষ্ক হয়ে যাওয়ার প্রবণতা অনেক কমে যাবে।
নারকেল তেলকে মেকআপ তোলার সময়ও ব্যবহার করতে পারেন। একটু তুলোর মধ্যে সামান্য নারকেল তেল নিয়ে তা দিয়ে সারা মুখ মুছে নিন। খুব সহজেই মেকআপ উঠে আসবে। ত্বকও পুষ্টি পেয়ে যাবে।
ত্বকের অন্য কোনও সমস্যা না থাকলে নারকেল তেলকে সাধারণ ক্রিমের মতো প্রতিদিন ব্যবহার করতে পারেন। আপনি যে সময় মুখে ক্রিম মাখেন সেই সময় ক্রিম না মেখে নারকেল তেল মেখে নিন। তবে নারকেল তেল মাখার আগে ভালোভাবে মুখ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

Skip to content